আলোর কাফেলা ১ম খন্ড
আলোর কাফেলা ১ম খন্ড pdf বই ডাউনলোড। সর্বক্ষেত্রে যিনি চৌকস। সব কাজে যিনি পারঙ্গম। আত্মমর্যাদায় যিনি শীর্ষে । আতিথেয়তা ও বিপন্নের সাহায্য যিনি অস্থির। যারঁ উনানের আগুন কখনো নিভে না। যার অতিথিশালার দরজা কখনো বন্ধ হয় না। ক্ষুধার্ত যেখানে অবারিত খাবার পায়। ভীত সন্ত্রস্ত যেখানে নিরাপত্তা পায়। আশ্রয়প্রার্থী যেখানে নিরাপদ আশ্রয় পায়।
শুধু কি তাই!! যিনি সুতীক্ষ্ন বুদ্ধির অধিকারী । বিদগ্ধ ভাষাবিদ। স্বনামখ্যাত কবি। শানিত যারঁ অনুভূতি । দুরদর্শী যার দৃষ্টিশক্তি। অম্লমধুর কথার মালায় যিনি শ্রোতাকে বিমুগ্ধ বিমোহিত করেন।
আরও দেখুনঃ ইজতেমার আগের মুজাকারা pdf বই ডাউনলোড
তিনি হলেন দাউস গোত্রের সর্দার তুফাইল ইবনে আমর দাউসী রাঃ। যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কাফেরদের মাঝে চরম বিরোধ চলছে, সংঘর্ষ ছুঁই ছুঁই করছে, ঠিক তখনই তুফাইল ইবনে আমর মক্কায় এলেন। মক্কায় পা ফেলেই একটা টানটান উত্তেজনা অনুভব করলেন।
সবাই একে অপরের নিজের দলের দিকে আকর্ষণ করছে। সাহায্যকারী ও সমর্থক বানাচ্চে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাকছেন আল্লাহ রাব্বুল আলামীনের দিকে। ঈমান আর অবিচল বিশ্বাস তারঁ হাতিয়ার । আর কুরাইশের কাফেররা সর্বশক্তিতে তা প্রতিহত করছে। সকল পন্থা ও পদ্ধতিতে তারা প্রতিরোধ গড়ে তুলছে।
আরও দেখুনঃ আকীদাতুত্ব ত্বহাবী pdf বই ডাউনলোড
মক্কায় পা রেখেই তুফাইল অনুভব করলেন, অবলীলাক্রমেই তিনি এই স্নায়ুযুদ্ধের মাঝে পড়ে গেছেন। অথচ ও উদ্দেশ্য তিনি মক্কায় আসেননি। এর পূর্বে তিনি এ বিষয়ে কিছু জানতেনও না। ও স্নায়ুযুদ্ধ আর এ বিশ্বাসের দ্বন্ধকে কেন্দ্র করে তুফাইল ইবনে আমরের জীবনে এক চমৎকার উপাখ্যান।
এক অবিস্মরণীয় ঘটনা ঘটেযা আমরা এখন তারঁ কন্ঠেই ধীর ও স্থিরচিত্তে মনোযোগের সাথে শুনব। তুফাইল বলেন, আমি মক্কায় এলাম। আমাকে দেখেই মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছুটে এল। বিস্ময়কর অভ্যর্থনা আর স্বাগত জানিয়ে আমাকে গ্রহন করল। মনোরম এক জায়গায় আমার থাকার ব্যবস্থা করল।
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
নিচে আলোর কাফেলা ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ সাহাবা জিবনের ঘটনাবলী বইয়ের সাইজঃ 9.58 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ ডঃ আব্দুর রহমান রাফাত পাশা (রহ) অনুবাদঃ মাওলানা নাসীম আরাফাতডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ






















