আল হিদায়া ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। ইসলামিক ফাউন্ডেশন এই মূল্যবান গ্রন্থটি বাংলায় অনুবাদ করে চার খন্ডে প্রকাশ করেছে। এর চতুর্থ খন্ডটি ২০০১ সালে প্রথম প্রকাশিত হয়। এবং প্রকাশের স্বল্প সময়ের মধ্যে এর সকল কপি বিক্রি হয়ে যায়। ব্যাপক পাঠকচাহিদার প্রেক্ষিতে এবার গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো।
এ মূল্যবান গ্রন্থটির বিজ্ঞ অনুবাদক, সম্পাদক এবং গ্রন্থখানি প্রকাশনার ক্ষেত্রে যাঁরা সহযোগীতা করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আল হিদায়া ৪র্থ খন্ড হতে যবাহ এর মাসাইল নিয়ে হুবহু কিছু লেখা উল্লেখ করা হলোঃ
আল্লাম বুরহান উদ্দীন মারগীনানী রহঃ বলেন, যবীহা (যবাহকৃত পশু) হালাল হওয়ার জন্য যবাহ করা হচ্ছে শর্ত। কুরআন মাজিদে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেনঃ –তবে তোমরা যা যবাহ করতে পেরেছো, তা ব্যতিত (সবই তোমাদের জন্য হারাম)। ৫:৩
আরও ইসলামিক বই দেখুন
- আল হিদায়া ৩য় খন্ড
- কুরবানীর ফাজায়েল ও মাসায়েল pdf বই ডাউনলোড
- আল হিদায়া ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আল হিদায়া ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আশরাফুল হিদায়া ৫ম খন্ড pdf বই ডাউনলোড
অধিকন্তু নাপাক রক্ত পাক গোশত থেকে এই যবাহ-এর দ্বারাই পৃথক হয়। উল্লেখ্য যে, যবাহ-এর দ্বারা যেমনি ভাবে পশুর গোশত (খাওয়া) হালাল হয়, ঠিক তেমনি ভাবে এই যবাহ এর দ্বারা অর্থাৎ যেসব পশুর গোশত খাওয়অ জায়েজ নয়, উভয় প্রকার পশু পাক পবিত্র হয়। কেনন, যবাহ শব্দের মধ্যে এর প্রতি ইংগিত রয়েছে। জমির পবিত্রতা হলো তা শুকিয়ে যাওয়া।
যবাই দুই প্রকারঃ
১। ইখতিয়ারী – যেমন সীনা ও চোয়ালের মধ্যখানে যখম করা।
২। ইযতিরারী – এটি শরীরের যে কোন স্থানে যখম করলেই হয়ে যাবে।
নিচে আল হিদায়া ৪র্থ খন্ড বইয়ের সূচীপত্রের স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ ইসলামিক আইন বইয়ের সাইজঃ ২১.৪ MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ ইমাম বুরহান উদ্দিন অনুবাদঃ মাওলানা আবু তাহের মেছবাহ্ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ