কালেক্টেড ৪র্থ
কালেক্টেড ৪র্থ pdf বই ডাউনলোড। অনেকদিন ধরেই পশ্চিমা সভ্যতার ইতিহাস বিষয়ে একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণ বই খুঁজছিলাম মনে মনে যা পড়ে যেকেউ পশ্চিমা সভ্যতা সম্পর্কে একটি মৌলিক ধারণা পেতে পারে কিন্তু ইংরেজদের বই এসব বিষয়ে তেমন কাজে দিচ্ছিলো না।
আমার জানাশোনা এমনিতেই অত্যন্ত কম থাকতে পারে আমার জানা শোনাতে না থাকাটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ! এক্ষেত্রে মুহাম্মাদ হাসান আসকারীর রাহিমাহুল্লাহ জাদিদিয়্যাত বইটি আমার খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ!!
আরও দেখুনঃ দুশমন থেকে দোস্ত pdf বই ডাউনলোড
অনেকের ধারণা বর্তমান পশ্চিমা উন্নতির শীর্ষে থাকার একমাত্র কারণ হল, সাইন্স, টেকনোলোজিতে তাদের উন্নতি। এখন মুসলিমরাও যদি উন্নতি করতে চায়, তাদের অবশ্যই প্রযুক্তিতে উন্নতি সাধন করতে হবে। আর যেহেতু বর্তমান প্রযুক্তির নেতৃত্ব পশ্চিমাদের হাতে, তাই মুসলমানরা তাদের অসুরণ করতে বাধ্য।
আরো সুস্পষ্ট করে বললে, মুসলমানরা সাইন্স ও টেকলোলজির মাধ্যমেই পৃথিবীতে উন্নতি সাধন করেছে। আর বর্তমানে পশ্চিমরাও সেই নীতি অসুরণ করে উন্নতি সাধন করছে। এখন আমাদের ও তাদের অসুরণ করতে হবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং উন্নতির রহস্য ভিন্ন কিছু। সেই রহস্যের দিকে যাওয়ার আগে আমাদের আরেকটা বিষয় পরিষ্কার হওয়া চাই।
আরও দেখুনঃ আল্লাহকে পেতে পীর ধরা pdf বই ডাউনলোড
সেটা হল, উন্নতির পশ্চিমা ধারণা এবং ইসলামী ধারণার মাঝে পার্থক্য আছে। ইসলাম আখিরাত এবং দুনিয়ার উভয় জগতের উন্নতিতে বিশ্বাসী। পক্ষান্তরে পাশ্চাত্যবাদ শুধু দুনিয়াবি উন্নতিতে বিশ্বাসী । ** ইসলাম আখেরাতের উন্নতিকে পার্থিব উন্নতির উপর প্রাধান্য দেয়। পক্ষান্তরে পশ্চিমা দর্শন পার্থিব উন্নতিকে আখিরাতের উপর প্রাধান্য দেয়।
** ইসলাম আল্লাহ ও তারঁ রাসুলের আনুগত্যের মধ্য দিয়ে পার্থিব উন্নতির সবক দেয়। আর পশ্চিমা বিশ্ব তাদেরঁ বিরোধীতা করে উন্নতির শিক্ষা দেয়। উপরের পার্থক্যগুলো থেকে একদম সুস্পষ্ট যে, উন্নতির ইসলামী মডেল আর পাশ্চাত্য মডের সম্পূর্ণ বিপরীতমুখী।
আরও দেখুনঃ লূদ হুস-সালেহ আঃ জাতির পরিণতি pdf বই ডাউনলোড
নিচে কালেক্টেড ৪র্থ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 34.6 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ