কৃষি আল কুরআনের প্রেক্ষাপট বাংলাদেশ প্রসঙ্গে pdf বই। আল- কুরআন সমগ্র মানব জাতির জন্য সার্বিক দিকনির্দেশনা সম্বলিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অর্থাৎ মানব জীবনের সকল বিষয় সম্পর্কে আল- কুরআনে সুস্পষ্ট ধারণা ও নির্দেশনা রয়েছে। আল-কুরআন পরিপূর্ণ জ্ঞান এবং এটি জ্ঞান-বিজ্ঞানের নির্ভূল উৎস।
জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখা সম্পর্কে আল- কুরআনে অর্থবহ দিকনির্দেশনা রয়েছে। এতে মানুষের জন্য সর্ব প্রকার দৃষ্টান্ত উপস্থাপন করা। হয়েছে, যেন মানুষ তা থেকে উপদেশ গ্রহণ করে। উলেন্টখ্য, বিজ্ঞান মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ কর্মতৎপরতা।
আরও দেখুনঃ আল্লাহ ও বান্দার মাঝে সেতুবন্ধন pdf বই ডাউনলোড
বিজ্ঞানের জয়যাত্রার সাথে সাথে মানবজাতির বৈষয়িক ও অর্থনৈতিক প্রভূত উন্নতি সাধিত হয়েছে একথা অনস্বীকার্য। তাই স্বাভবিকভাবে এটা প্রত্যাশা করা হয়, আল- কুরআনের পথনির্দেশনা বৈজ্ঞানিক বিষয়গুলোতে পরিব্যাপ্ত হবে। আর পবিত্র কুরআনে তা অত্যন্ত চমৎকারভাবেই বর্ণিত হয়েছে। তবে আল-কুরআন কোনো বিজ্ঞান বিষয়ক গ্রন্থ নয়:।
কাজেই বিজ্ঞানের সকল সুত্র বা নীতি এতে সন্নিবিষ্ট থাকবে এমন আশা করা ঠিক নয়। আল-কুরআনের মূল উদ্দেশ্য কিন্তু বিজ্ঞান শিক্ষা দেয়া নয়: বরং নির্ভূল বৈজ্ঞানিক বিষয়ের অবতারণা করে আলন্টাহ তা আলা তারঁ কুদরত ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে মানুষকে শিক্ষা ও হিদায়াত দিতে চেয়েছেন।
আরও দেখুনঃ কাসরুল আমাল pdf বই ডাউনলোড
সুতরাং আল-কুরআন গবেষণার মাধ্যমে মানুষকে সে শিক্ষা ও হিদায়াত অর্জন করতে হবে। তবে প্রকৃত ঘটনা ও বিজ্ঞানের সুত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে আল- কুরআনের রয়েছে নিজস্ব অনুপম দৃষ্টিভঙ্গি। আর এটি বৈজ্ঞানিক সুত্রসমূহের মূল প্রতিপাদ্য তুলে ধরে। মহান আলন্টাহ মানুষকে তারঁ সৃষ্টি, এর ক্রমবিকাশ, ক্রমোন্নতি ও ।
পরিণতি সম্পর্কে গভীরভাবে চিন্তা- গবেষণা করতে বলেছেন যেন মানুষ বিজ্ঞান ও সৃষ্টি রহস্যের গভীরে প্রবেশ করতে পারে এবং জীবনের রহস্য উম্মোচন করতে পারে। আলন্টাহর মহত্ত্বের উপলব্ধি তারঁ সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক উপলব্ধির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। মানুষ যাকে সৃষ্টিজগৎ বলে থাকে, তা আলন্টাহরই পবিত্র সত্তার সাক্ষ্য বা নির্দশন বহন করে।
আরও দেখুনঃ ওয়াদা পূর্ণ করা pdf বই ডাউনলোড
নিচে কৃষি আল কুরআনের প্রেক্ষাপট বাংলাদেশ প্রসঙ্গে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.60 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ