পাচঁশত হাদীস ঈমানের সাতাত্তর অংশ
পাচঁশত হাদীস ঈমানের সাতাত্তর অংশ pdf বই ডাউনলোড। আল্লাহ পাক তারঁ বান্দাদের হেদায়েত ও সৎপথ প্রদশর্নের জন্য লাখো নবী ও রাসুল প্রেরণ করেছেন এবং ওহী ঐশী বাণী প্রেরণের এক সুমহান ধারা জারী করেছেন। যে ওহী দ্বীন ও শরীয়তের (ব্যাপক অর্থে সৃষ্টি জগতের) মৌল উপকরণ।
আল্লাহ পাক ওহী (যা দ্বীনের উৎস) দুভাবে অবতীর্ণ করেছেন। (১) শব্দ ও অর্থ উভেই আল্লাহ পাকের পক্ষ থেকে। যথাঃ- কুরআন মাজীদ। (২) অর্থ আল্লাহ পাকের পক্ষ হতে এবং শব্দ রাসুল সাঃ-এর পক্ষ হতে যথাঃ-হাদিস অতঃপর উভয় প্রকার ওহীর হেফাযত ও সংরক্ষনের দায়িত্ব স্বয়ং নিজেই গ্রহণ করেছেন।
আরও দেখুনঃ জয়িফ হাদিস মানা যাবে pdf বই ডাউনলোড
কুরআন ও হাদীস হিফজ ও হিফজ কারীর অনেক ফজিলত ও মর্যাদা কুরআন ও হাদীস হিফজ ও হিফজ কারীর অনেক ফজিলত ও মর্যাদা কুরআন হাদীছে বর্ণিত হয়েছে। নবী-এ করিম সাঃ বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের ফায়দা ও উপকারার্থে দ্বীন সম্পর্কীয় চল্লিশটি হাদীছ।
মুখস্ত করে শুনায়ে দিবে অথবা লিখে প্রকাশ করবে। আল্লাহ পাক তাকেঁ কিয়ামতের দিনে আলেম ও শহীদের সাথে উঠাবেন। এবং বলবেন- জান্নাতের আটটি দরজা হতে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ কর। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ- ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইয়াছে যে ব্যক্তি, কেবলমাত্র সেই ব্যক্তি ব্যতীত অন্য কেহই বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না।
আরও দেখুনঃ মিরেকলস অব দ্য কোরআন pdf বই ডাউনলোড
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ- আল্লাহর শপথ করিয়া বলিতেছি, মুমিন না হওয়া পর্যন্ত তোমরা কেহই বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ- ঈমানের বলেই মানুষ শক্তি পাইয়া থাকে।
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ- জন্মভূমির উপর মহব্বত রাখা ঈমানের চিহৃ। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ- লজ্জা ঈমানের অংশ। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ- ছবর ঈমানের অর্ধেক। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ- পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক এবং ইহাই বেহেস্তের পথ।
আরও দেখুনঃ রুগ্ন ব্যক্তির সালাত pdf বই ডাউনলোড
নিচে পাচঁশত হাদীস ঈমানের সাত্তার অংশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.61 MB প্রকাশ সালঃ ১৯৯৮ ইং বইয়ের লেখকঃ আলহাজ্জ হযরত মাওঃ হোসাইন আমহদ ভূইয়া অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ