মুক্তবাসিনী ১ম খন্ড pdf বই ডাউনলোড। নারীসত্তা: বহুবৈচিত্রের আধার নারী আল্লাহর এক অপার মহিমাময় সৃষ্টি। বিস্ময়কর বৈপরীত্যের আধার। সৃষ্টিকর্তার অদ্ভুত মিশেল তার উপাদান। আগুন-পানির সফল সমন্বয়। ভাঙ্গা-গড়ার মিশ্র অনুভূতির সরল উপমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের পবিত্র যবানে উচ্চারিত হয়েছে তাদের সম্পর্কে এই মিশ্র মন্তব্য কখনও তাদেরকে আখ্যায়িক করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে।
কখনও তাদের জ্ঞানের কারিশমা দেখে মুগ্ধ হয়েছেন, আবার কখনও নির্বুদ্ধিতার কারণে তাদের সৃষ্টিনির্যাসের কথা তুলে ধরেছেন। আমরা যদি অতীত ইতিহাসকে যোগ করি, তাহলে অবিশ্বাস্য রকমের বৈপরীত্য দেখতে পাই নারীসত্তায়।
আরও দেখুনঃ মহিলা সাহাবী pdf বই ডাউনলোড
দেখতে পাই, নারী কখনও ইবরাহীমের ঘরের মক্কার চাটিয়াল ভূমির মুতিআ হাজেরা। কখনও আবার লুতের আঃ ঘরের নাশেযা ওয়াইলা (লূত আ. এর অবাধ্য স্ত্রীর নাম, জালালাইন)। নারী কখনও অবিশ্বাসী ফেরআউনের ঘরের বিশ্বাসী আছিয়া আবার কখনও বিশ্বাসী নূহের আ, ঘরের অবিশ্বাসী স্ত্রী ওয়াহিলা।
নারী কখনও আইয়ূব আ.-এর ঘরের পরম ধৈর্য্যশীলা রহিমা, যিনি সীমাহীন কষ্ট ভোগ করে স্বামীর জন্য খাবার জোগাড় করতেন। আবার কখণও লূতপত্নী ওয়াইলা, যে স্বামীর বিরুদ্ধে মানুষকে উস্কে দেয়ার জন্য ঘুরে বেড়াত।নারী কখনও উম্মে সুলাইত রাদিয়াল্লাহু আনহু, ওহুদের ময়দানে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জন্য জীবনবাজি রেখে পানি পৌছিয়েছেন।
আরও দেখুনঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে pdf বই ডাউনলোড
আবার কখনও যয়নব বিনতে হারেছ ইহুদীয়া, যে খায়বরে বকরীর সঙ্গে বিষ মিশ্রণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের সামনে পরিবেশ করেছে। নারী কখনও খাওলা বিনতে হাকীম রাদিয়াল্লাহু আনহা, যিনি পার্থিব সব কিছু বিসর্জন দিয়ে শুধু রাসূলের বিবি হওয়ার গৌরভ অর্জন করতে নিজেকে ভরমজলিসে তারঁ সমীপে পেশ করেছিলেন। বলেছিলেন- এই নারীর প্রশংসনীয় দুঃসাহসকে খাটো করেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর কন্যা একবার তিনি বললেন, একজন নারী কী করে পারে নিজেকে কারো সামনে বিয়ের পাত্রী করে উপস্থিত করতে।
আরও দেখুনঃ বিয়ে তালাক ফারায়েজ pdf বই ডাউনলোড
নিচে মুক্তবাসিনী ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.31 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ আবু বকর সিরাজী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ