মোহাম্মাদ তোয়াহা আকবর ভাইয়ের স্ট্যাটাস pdf বই। আমাদের বাড়িওয়ালার ড্রাইবার ভাইয়ের নাম ফারুক। বিল্ডিং থেকে যে পাচঁজনকে নিয়মিত মাসজিদে যেতে দেখি, জামাআতে সলাত আদায়ে চেষ্টা করতে দেখি, ফারুক ভাই সেই পাচঁজনের একজন। আল্লাহ ফারুক ভাইয়ের মতো সাধনারত এরকম সবাইকে কবুল করে নিন। আ-মীন।
একই বিল্ডিং এ উচ্ছপদস্থ ডাক্তার, উচ্ছ পদবীর চাকরীজীবী, ব্যবসায়ী আর ভালো ভালো ভালো স্টুডেন্টস সহ আরও অজস্র মানুষের শ্বাসপ্রশ্বাস আর খাওয়-ঘুমের নিয়মিত অনুশীলন চলে। কিন্তু নিশ্চয়ই ফারুক ভাই সহ আরও অজস্র খেটে খাওয়া শ্রমিক মুসলিম ভাই আমাদের সমাজে আছেন ।
আরও দেখুনঃ তালীমুল জিহাদ pdf বই ডাউনলোড
যারা নিজেদের রাব্বকে চিনে, তারঁ রাসূলের সাঃ গুরুত্ব বুঝে অনুভুব করবার মতো ব্রেইনস্টর্মিং করে নিজের জীবনটাই সাজাবার মতো বুদ্ধিমত্তা আর স্মার্টনেস দেখাতে পেরেছেন। একজন উচ্ছপদস্থ ডিগ্রীধারী দুপেয়ে এবং ।
একজন নিম্মপদস্থ শ্রমজীবী দুপেয়ের ব্যাংক ব্যালেন্স আর সামাজিক অবস্থানের পার্থক্যটা সাময়িক, এবং দুইজনের মহান মালিকের পক্ষ থেকে দুইজনের জন্যেই এ এক মহাপরীক্ষা। এই মহাপরীক্ষা পাশ করে পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে অহংহীনতার দৌড়েঁ যে এগিয়ে থাকতে পারবে দিনশেষে সেই কিন্তু প্রকৃত জ্ঞানী এবং সফল!
আরও দেখুনঃ বিজ্ঞান নাকি অপবিজ্ঞান pdf বই ডাউনলোড
পুরো জীবন খেটে মরে কেউ চাদঁ বাইনারী কোড, ইঞ্জিন, মেডিসিন আর কোষ-নিউক্লিয়াসের রহস্য বুঝে, পেতে চায়, আর কেউ এই সব রহস্যের রহস্যময় সৃষ্টিকর্তাকে বুঝে, পাওয়ার কঠিনতম সাধনায় অবিরাম নিজ নিজ কর্মের মাঝে স্মরণে জাগ্রত ও নিমগ্ন হয়ে থাকে। এই দুই শ্রেনীর মাঝে অবশ্যই এক শ্রেনী বেশি সম্মানিত এবং প্রজ্ঞাবান তাদের সঠিক স্থানে ব্যবহৃত বুদ্ধি ।
মেধা আর বুঝের অহংহীন প্রয়োগের কারণে। এরা কারা? সেই হিসেবে হাতেনাতে বুঝে পাবার মুহুর্তটা জাস্ট কিছু নিশ্বাসের ব্যধানে ধুকপুক ধুকপুক করছে। কে বুঝবে ! এক কার্টন ! পুরা এক কার্টন ভালবাসা। এটা শুধু মুসলিম ভ্রাতৃত্ববোধেই সম্ভব। অচেনা একজন ভাইকে শুধুমাত্র রাব্বের কারণে ভালোবাসায় এক কার্টন বই উপহার পাঠানো..আমি নির্বাক হয়ে গেছি।
আরও দেখুনঃ ফিলিস্তিনের আকাশ pdf বই ডাউনলোড
নিচে মোহাম্মাদ তোয়াহা আকবর ভাইয়ের স্ট্যাটাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ স্ট্যাটাস বিষয়ক বইয়ের সাইজঃ 2.9০ MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ তোয়হা আকবর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ