রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর
রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর pdf বই ডাউনলোড। আলহামদু লিল্লাহ রাব্বিল আলামিন । সকল প্রশংসা সেই রাব্বুল আলামিনের দরবারে যার অশেষ কৃপায় আল্লামা সালমান নাসিফ আদ দাহদুহ রচিত । নামক গ্রন্থটি আমরা নামে বাংলা ভাষাভাষী পাঠকদের সমনে উপস্থপনা করতে পেরেছি ।
প্রশ্ন – উত্তরের মাধ্যমে জানার পদ্ধতি মানূষ সৃষ্টির সূচনাতেই শুরু হয়েছিলো । মহান আল্লাহ মানুষদেরকে প্রশ্ন করেছিলেন । আমি কি তোমাদের প্রভু নই ? জবাবে আমরা বলেছিলাম হ্যাঁ” ! মানব সৃষ্টির সূচনালাগ্নে মহান আল্লাহকে ফেরেশতারা প্রশ্ন করেছিল ।
আরও দেখুনঃ কুরবানির মাসায়েল ও আকীকা pdf বই ডাউনলোড
আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা ঝগড়া -ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে । উত্তরে আল্লাহ বলেন , আমি যা জানি তোমরা তা জান না ।” মানব সৃষ্টির পর মহান আল্লাহ আদমকে রেখে ফেরেশতাদেরকে প্রশ্ন করে বলেন , যদি তোমরা সত্যবাদি [তোমাদের পুর্বের কথায় অবিচল থাক ] হও তবে এ জিনিসগুলার নাম বলে দাও ।
এভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞানার্জন চলতে থাকে । জীবরাইল আ. রাসূল – কে প্রশ্ন করার মাধ্যমে সকল সাহাবীদের ইসলাম সম্পর্কে ধারনা দেন । প্রশ্নগুলো হলো – রহমত কী ? ইহসান কী ? ইত্যাদি । মহান আল্লাহ কুরআনে মাজীদে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞানার্জন করতে আদেশ দিয়ে বলেন ,।
আরও দেখুনঃ জান্নাতি রমনি pdf বই ডাউনলোড
যদি তোমরা না জান তবে যে জানে তার কাছে জিজ্ঞাসা করে । তাই বাংলা ভাষা প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামে সম্পর্কে এ গ্রন্থটি প্রকাশ কররাম । সর্বোপরি পাঠকদেরকে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞানার্জন করার লক্ষে এ বইটি ঈমান ও ইসলাম নিয়ত সও ইখলাস , ইলম বা জ্ঞান , পবিত্রতা , নামাজ , যাকাত, , রোজা , হজ , ও উমরা ।
বিবাহ, তালাক . ইদ্দত , ফারায়েঝ ওসিয়াত ও আযাদ করণ , জিহাদ , ক্রয় বিক্রয়, ক্ষমতা ও বিচার , শিকার ও জবাই অপরাধের শাস্তি খাবার ও প্রাণীও পোষাক , সৎকাজ ও আত্নীয়তার সম্পর্ক রক্ষা করা শিষ্টাচার জিকির ও দোয়া তাওবা , চিকিৎসা ও ঝাড়ফুক , জানাযা্হ – জাহান্নাম , স্বপ্ন কোনআন পাঠ ও তার ফযিলত
আরও দেখুনঃ মুমিনের গুনাবলি pdf বই ডাউনলোড
নিচে রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 10.3 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ আল্লামা সালমান নাসিফ আদ দাহহুদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ