সাদা দাঁড়ি রাখা সুন্নাতের খেলাফ pdf বই ডাউনলোড। সাদা দাড়িঁ রাঙাতে হবে (১) আবূ হুরায়রা রাঃ বলেন: নবী করীম সাঃ বলেছেন; নিশ্চয়ই ইয়াহুদী ও নাসরাগণ চুল রাঙায় না, (তোমরা রঙ করে) তাদের বিরোধীতা কর। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)। (২) আব্দুল্লাহ ইবনে উমার রাঃ বলেন;-রসূলুল্লাহ সাঃ বলেছেন; সাদা চুলকে (রাঙিয়ে) পরিবর্তন কর এবং ইয়াহুদী-নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। (আহমাদ,ইবনে সাদ, আবূ ইয়ালা, ইবনে হিব্বান, আল-আহাদীসুস সহীহাহ ২/৪৯০,এর সনদ হাসান)।
(৩) যুবায়ের রাঃ বলেনঃরসূলুল্লাহ সাঃ বলেছেন; সাদা চুলকে পরিবর্তন কর এবং ইয়াহুদীদের সাদৃশ্য অবলম্বন করো না। (আলবানীর সহীহ নাসায়ী ৩/১০৪২ পৃ:, শরহে সুন্নাহ ১২/৮৮ পৃ. এর সনদ হাসান)।
আরও দেখুনঃ রুকু পেলে রাকাত হবে না pdf বই ডাউনলোড
জবির রাঃ বলেনঃ- মক্কা বিঝয়ের দিন আবূ কুহাফাকে নবীর করীম সাঃ সামনে উপস্থিত করা হল। সেই সময় তারঁ মাথায় চুল ও দাড়ি সুগামার (কাশফুলের ) মত একেবারে সাদা ছিল। তখন রসূলুল্লাহ সাঃ বললেন:- কালো রঙ ছাড়া অন্য কিছু দ্বারা (চুল ও দাড়িকে) পরিবর্তন করে দাও। (সহীহ মুসলিম, আলবানীর সহীহ আবূ দাউদ ২/১৯১ পৃ:, সহীহ নাসায়ী ৩/১০৪৩ পৃ:) ।
দাঁড়িতে মেহেদী লাগানো সুন্নাত।
রসূলুল্লাহ সাঃ সাদা চুল রাখতে নিষেধ করেছেন এবং এই কাজকে (সাদা চুল রাখাকে) ইয়াহুদী-নাসারাদের সাদৃশ্য বলে চিহিৃত করেছেন। তিনি নিজের উম্মাতকে সাদা দাড়ি না রাখার জন্য হুকুম দিয়েছেন। এমনকি আবূ বকর রাঃ-এর পিতা আবূ কুহাফা মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণের জন্যে আসলে, নবী সর্বপ্রথমে তারঁ চুল ও দাড়িকে কালো রঙ ছাড়া অন্য রঙ দ্বারা রাঙানোর হুকুম দিয়েছিলেন।
আরও দেখুনঃ গণতন্ত্র প্রসঙ্গে আধুনিক পর্যালোচনা pdf বই ডাউনলোড
সুতরাং উক্ত হাদীস থেকে সুস্পষ্ট হল যে, সাদা চুল ও দাড়ি রাখা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী। এখন প্রশ্ন আসে যে, চুলকে কোন জিনিস দ্বারা রাঙাবে? আল-হামদুলিল্লাহ, হাদীসসমূহের এরও সমাধার রয়েছে। মেহেদী এবং কাতম বা ওয়াসমা (এক প্রকার ঘাস বা পাতা) দ্বারা দাড়ি ও চুল রাঙানোর।
আবূ যার রাঃ,বলেন;- রসূলুল্লাহ সাঃ বলেছেন;- এই সাদা চুলগুলোকে যা দিয়ে রাঙানো সর্বোত্তম তা হল মেহেদী ও কাতম। (আলবানীর সহীহ আবূ দাউদ, সহীহ নাসায়ী ৩/১০৪৩)। আবূ রমসাহ রাঃ- আমি এবং আমার পিতা নবীর সাঃ কাছে গেলাম, তখন তার সাঃ দাড়িতে মেহেদী লাগানো ছিল। (সহীহ নাসায়ী ৩/১০৪৪)।
আরও দেখুনঃ অপারেশন আলেপ্পো pdf বই ডাউনলোড
নিচে সাদা দাঁড়ি রাখা সুন্নাতের খেলাফ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ জায়েদ লাইব্রেরী বইয়ের ধরণঃ সুন্নাত বিষয়ক বইয়ের সাইজঃ 1.41 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মোহম্মাদ ইশতিয়াক বদীউদ্দীন অনুবাদঃ কামাল আহমেদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ