১১২ সূরা ইখলাস আরবী ও বাংলা অর্থ সহ

**অডিও শুনার জন্য নিচের অডিও প্লেয়ারটি চালু করুন**
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১. | قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বলুন, তিনি আল্লাহ, এক, |
২. | اللَّهُ الصَّمَدُ
আল্লাহ অমুখাপেক্ষী, |
৩. | لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি |
৪. | وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
এবং তার সমতুল্য কেউ নেই। |
আরও দেখুনঃ ১১৩. সূরা ফালাক আরবী ও বাংলা অর্থ সহ
আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ ভরসা গ্রুপে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন ।