৯১ সূরা শামস আরবী ও বাংলা অর্থ সহ

**অডিও শুনার জন্য নিচের অডিও প্লেয়ারটি চালু করুন**
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১ |
وَالشَّمْسِ وَضُحَاهَا শপথ সূর্যের ও তার কিরণের, |
২ |
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, |
৩ |
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, |
৪ |
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, |
৫ |
وَالسَّمَاء وَمَا بَنَاهَا শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর। |
৬ |
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর, |
৭ |
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর, |
৮ |
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন, |
৯ |
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। |
১০ |
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। |
১১ |
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল। |
১২ |
إِذِ انبَعَثَ أَشْقَاهَا যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। |
১৩ |
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক। |
১৪ |
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন। |
১৫ |
وَلَا يَخَافُ عُقْبَاهَا আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না। |
পবিত্র কুরআন শরীফ বাংলা অর্থসহ আরও সূরা দেখুনঃ
- ৯২ সূরা লাইল আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৩ সূরা দোহা আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৪ সূরা ইনশিরাহ আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৫ সূরা ত্বীন আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৬ সূরা আলাক আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৭ সূরা কদর আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৮ সূরা বাইয়্যিনাহ আরবী ও বাংলা অর্থ সহ
- ৯৯ সূরা যিলযাল আরবী ও বাংলা অর্থ সহ
- ১০০ সূরা আদিয়াত আরবী ও বাংলা অর্থ সহ
- ১০১ সূরা কারিয়াহ আরবী ও বাংলা অর্থ সহ
- ১০২ সূরা তাকাসুর আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৩ সূরা আসর আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৪ সূরা হুমাযাহ আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৫ সূরা ফীল আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৬ সূরা কুরাইশ আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৭ সূরা মাউন আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৮ সূরা কাউসার আরবী ও বাংলা অর্থ সহ
- ১০৯ সূরা কাফিরুন আরবী ও বাংলা অর্থ সহ
- ১১০ সূরা নাসর আরবী ও বাংলা অর্থ সহ
- ১১১ সূরা লাহাব আরবী ও বাংলা অর্থ সহ
- ১১২ সূরা ইখলাস আরবী ও বাংলা অর্থ সহ
- ১১৩ সূরা ফালাক আরবী ও বাংলা অর্থ সহ
- ১১৪ সূরা নাস আরবী ও বাংলা অর্থ সহ
আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ ভরসা গ্রুপে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন ।