আল্লাহর অনেক নাম
আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড। আমাদের স্রষ্টা আল্লাহ সম্পর্কে কতটুকু জানেন ? কে আপনাকে সৃষ্টি করেছেন ? এ সুন্দর শরীর ,চুল , চোখ , কান নাখ , মুখ এত অঙ্গ এত বৈশিষ্ট্য কার থেকে পেলেন ? আপনার এ আকার ও রং কে দিয়েছেন ? আপনার মত আমি , আমাদের মত এত মানুষ , এত আকাশ , পৃথিবী , উভয়ের মধ্যের এত প্রাণী এত অপ্রাণীদের সৃজন করেন যিনি – তিনি কোন সে জন ?।
বিশাল ঐ আকাশের , ঐ গ্রহসমূহের , ঐ সূর্যের , ঐ অসংখ্য তারকার সৃঙ্খলা কে নির্ধারণ করেন ? এ সব প্রশ্নের জবাবব একটি – “আল্লাহ” । আপনার মত আমরাও বলবো , “আল্লাহ”।
আরও দেখুনঃ হারাম রুজি ও রোযগার pdf বই ডাউনলোড
আল্লাহ আল কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ আল্লাহর কথা নিশ্চয় স্বীকার করবে ঃ যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো ঃ কে আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেছেন ? তারা অবশ্যই বলবে ঃ “আল্লাহ”। তাহলে তরা ফিরে যাচ্ছেন কোথায় ? (সূরা আল আনকাবুত আয়াত ২৯:৬১)।
এ আকাশ এ পৃথিবী সহ গোটা বিশ্ব এক মসৃণ ভারসাম্যে স্থাপন করেছেন আল্লাহ । আমাদের সে আল্লাহকে আমরা কতটুকু জানি ? আপনি কি সচেতন যে তিনি প্রতি মূহূর্তে আপনাকে শোনেন ,দেখেন এবং আপনার প্রতিটি কাজ লক্ষ্য করেন ? আচ্ছা , আমাদের সবার যে স্রষ্টা সে স্রষ্টা কোথায় থাকেন ?।
আরও দেখুনঃ জয়িফ হাদিস মানা যাবে pdf বই ডাউনলোড
তিনি আমাদেরকে সৃষ্টি করে কি নিজ নিজ বুঝ – বুদ্বির উপর ছেড়ে রেখেছেন? নিজ বুঝ বুদ্ধি দিযেই কি এ জিবন চলবে ? তিনি কি জিবন পরিচালনার পথনির্দেশ দেননি? আচ্ছা আপনি কি আল্লাহকে দেখতে পান? তার সাথে কথা বলতে পারেন ? ইতঃপূ্র্বে কেউ কি তার সাথে কথা বলেছেন ? তিনি আর কত , আর কি কি ,।
আর কত রকম জিনিস সৃষ্টি করেছেন ? আরে কতো কি সৃষ্টি করেন ! এ জিবনের আবসানে তিনি কোন জিবনের প্রতিশ্রুতি দিয়েছেন ? সন্দেহ নেই , এরকম হাজারো প্রশ্ন আপনাকে করা যেতে পারে। আপনিও নিজ বুঝ মতো উত্তর দিতে পারেন । উত্তর দান কালে নিজ পরিবার, আত্মীয় ,প্রতিবেশী বা আপনার পড়া বইয়ের উপর নির্ভর করতে পারেন ।
আরও দেখুনঃ কোরআনের গোপন রহস্য pdf বই ডাউনলোড
নিচে আল্লাহর অনেক নাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.03 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ হারুন ইয়াহিয়া অনুবাদঃ কবির মুহাম্মাদ হুমায়ুনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ