ইসলামে দাস বিধি
ইসলামে দাস বিধি pdf বই ডাউনলোড। সমস্ত প্রসংসা আল্লাহর জন্য , যিনি জনগণ ও রা্টের সংশো ধন ও সংস্কারের শরী,য়ত অবর্তীর্ণ করেছেন; সালাত ও সালাম তাঁর উপর , যিনি মানুষকে যুলুম ও দাসত্ব থেকে মুক্ত করেছেন।
শান্তি বর্ষিত হউক তাঁর পরিবার – পরিজন, সাহাবী ও তাবে য়ীগনের উপর , যাঁরা যমীনে আল্লাহর একত্ববাদ, স্বাধীনতা ও জ্ঞানের নীতিমালা প্রচার করেছেন ; তাঁদের প্রতি ও শান্তি বর্ষিত হউক , যাঁরা কিয়মতের দিবস পর্যন্ত তাদের দা ওয়াত দ্বারা অন্যকে দা, ওয়াত দান করেন ।
আরও দেখুনঃ আকিদা ইসলামিয়াহ pdf বই ডাউনলোড
এবং তাদের পথনির্দেশের দ্বারা যথাযথভাবে হেদায়েত লাভ করেন । আমার . কিসসাতুল হিদায়াত ,[হিদায়াতের কাহিনী ] নামক গ্রন্থটিতে কতগুলো মূর্যবান বক্তৃতা [lecture] ও গুরুত্বপূর্ণ আলোচনা অন্তর্বভুক্ত রয়েছে পাঠক সে হিদায়াতের কাহিনী গ্রন্থের তার প্রাসঙ্গিক স্বানে তা পাবে । অতঃপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে , আমি আলোচনাগুলো একটার পর একটা বের করে আনব ।
অতঃপর তার মধ্যে যা কিছু আছে তা দেখবো ;অতঃপর যখন আলোচনাাটিতে কোনো কিছু বৃদ্ধি করার প্রয়োজন হবে , তখন আমি তাতে বৃদ্ধি করব । আর যখন ঐখানে কোনো কিছু কাটছাট করা জরুরী মনে করবো , তখন তা কাটছাট করবো ।
আরও দেখুনঃ ইকামাতুস সালাত pdf বই ডাউনলোড
শেষ করব,তখন আমি তার পরিমার্জন ও পুনর্বিন্যাসের কাজ শেষ কনব , তখন আমি বক্তব্য বা আলোচনাটি বাহুসুন ইসলামীয়াতুল হাম্মাহ গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা নামক সিরিজের অন্তর্বভুক্ত করব । আশা করা যায় সিরিজ– এর পাঠগণ এসব বক্তৃতা ও আলোচনা থেকে উপকৃত হবেন । এবং আরও আশা করা যায় যে ।
তারা এসবের মধ্যে এমন অনেক প্রশ্নের সন্তোষনক উত্তর পেয়ে যাবেন যেগুলা ইসলামের বিধি -বিধান সম্পর্কে করা হয়ে থাকে । আর তা ইসলামের শক্রদের অপট সাক্ষের মাধ্যমেই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়ে যাবে । আর এসব বক্তৃতাসমূহ [lecture] থেকে তার প্রাসঙ্গিক স্থানে দেওয়া আমার বক্তব্যব্যের মধ্যে অন্যতম একটি বক্তৃতা হলো আর- রিকু ফিল ইসলাম..ইসলাম দাস যে বক্তৃতা
আরও দেখুনঃ আন নওয়াবির চল্লিশ হাদিস pdf বই ডাউনলোড
নিচে ইসলামে দাস বিধি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.27 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ নাসেহ উলওয়ান অনুবাদঃ মোঃ আমিনুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ