ইসলাম ধর্ম ও মাতৃভাষা
ইসলাম ধর্ম ও মাতৃভাষা pdf বই ডাউনলোড । ভূমন্ডলের বুকে সৃষ্ট বস্তুসমূহ প্রদাণত দু ভাগে বিভক্ত (১) জীব ও (২) জড়। জীব বলতে যাদের জীবন আছে বা প্রায়ন আছে তাদের কথা বুঝায়। যেমন মানুষ, পশু-পাখি, কীট-পতঙ্গ, সরীসৃপ, উদ্ভিদ, জলজপ্রাণী ইত্যাদি।
জীবের জীবন বা প্রাণ আছে, মৃত্যু আছে,বুদ্ধি আছে, অনুভুতি আছে, ভাষা আছে সেটা বিভিন্ন ভাবে তারা নিজ নিজ ক্ষমতা অনুযায়ী ব্যক্ত করতে পারে। অপরদিকে জড়বস্তুর জীবন নেই বা প্রাণ নেই, মৃত্যুও নেই, কোন অনুভুতি নেই, ভাষা নেই, তারা নির্বাক, কোন কিছু ব্যক্ত করতে পারে না।
আরও দেখুনঃ অভিশাপ ও রহমত pdf বই ডাউনলোড
যেমন- কাদা, মাটি-বালু- পানি, বাড়ী-ঘর,চেয়ার-টেবিল, বই-পুস্তক, খাতা-কলম স্কুল-কলেজ, পাহাড়-পর্বত ইত্যাদি অসংখ্য জড় বস্তু সম্পূর্ণ নীরব-নিস্তব্ধ অচলভাবে একজায়গায় স্থির থাকে। এ অবস্থায় প্রাণী জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষই জড় জগত সহ সমগ্র জগতের অন্যারা প্রাণীর ওপরও প্রাধান্য বিস্তার করে ইহজগত পরিচালনা করছে।
নভোমন্ডল-ভূমন্ডল ও এতদুভয়ের অন্তবর্তী যাবতীয় বস্তুর স্রষ্টা মহাজ্ঞানী মহান আল্লাহ তাআলা জীব জগতের সকল প্রাণীকে সৃষ্টি করেছেন অসহায় অবস্থায়। অতঃপর প্রত্যেককেই তার অনুভুতি প্রকাশের ক্ষমতা দান করেছেন নিজ ইচ্ছানুযায়ী।
আরও দেখুনঃ বক্তা ও শ্রোতার পরিচয় pdf বই ডাউনলোড
তার ইচ্ছানুযায়ীই বিশ্বজগতের সকল প্রাণী জন্মের পর তাদের অভ্যন্তরস্থ অভিব্যক্তি ঘটায়। এতে হাজার হাজার প্রজাতির প্রাণী, হাজার হাজার ভাব-ভাষায় তাদের জাতীয় পরিচয়ের স্বাক্ষর বহন করে। অতঃপর নিজ নিজ বৈশিষ্ট অনুযায়ী তারা তাদের চাহিদা (খাদ্য, পাণীয়,) বাসস্থান পুরণ করে এবং পৃথিবীতে বসবান করে।
অবশ্য মানুষ তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হিসাবে আলোচিত-বিবেচিত এজগতে। এজন্য সৃষ্টির শ্রেষ্ঠ ও সর্বোত্তম প্রাণী মানুষের বিষয়টি একটু আলাদাভাবেই আলোচনায় আনব।মানুষ ব্যতীত সমগ্র পৃথিবীতে হাজার হাজার প্রজাতির জীব বা প্রাণী বিক্ষিপ্ত ভাবে বিচরণ করে জলে-স্থলে, পাহাড়-পবর্ত, মরুভূমি, মরুদ্যান, বন, জঙ্গল ইত্যাদি।
আরও দেখুনঃ কে বড় লাভবান pdf বই ডাউনলোড
নিচে ইসলাম ধর্ম ও মাতৃভাষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল-আমিন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.83 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ রফীক আহমাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ