রোজার ৭০ টি মাসয়ালা
রোজার ৭০ টি মাসয়ালা pdf বই ডাউনলোড। পরুম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরূ করছি । সমস্ত প্রশঙসা একমাত্র আল্লাহরই জন্য আল্লাহরই কাছে সাহায্য , ক্ষমা ও হেদায়াতের কামনা করছি । আমাদের সর্ব প্রকার ক্ষতি ওমন্দ কাজ হতে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি ।
আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ বিপদগামী করতে পারে না । আর যাকে তিনি বিপথগামী করেন তাকে কেই হেদায়েত করতে পারে না । আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোন সত্য ইলাহ [মা,বুদ] নেই এবং [কোন ক্ষেত্রেই]।
আরও দেখুনঃ রামাযানের সাধনা pdf বই ডাউনলোড
তাঁর কোন শরিক নেই আরে সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ- সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- আল্লাহর বান্দা ও রাসূল । অতঃপর আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দার উপকারের জন্য ভালো কাজের একটি একটি মওসুম উপকার দিয়েছেন । এই মওসুমেরভালো কাজের সওয়াব বেড়ে যায় ও মন্দ কাজ মুছে যায় এবং বান্দার মান – মর্যাদা বৃদ্ধি পায় ।
মোমেনদের হুদয়- মন মাওলার দিকে িআবিষ্ট হয় — । আল্লাহর ফরযকৃত ইবাদত সমূহের মধ্যে রমাযান মাসে রোযা পালন করা একটি অন্যতম ইবাদত । আল্লাহ ত,য়ালা বলেন ঃ। তোমাদের উপর [রমাযান মাসে ] সওম ফরয করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর তা ফরয করা হয়েছিল ।
আরও দেখুনঃ ইকামাতুস সালাত pdf বই ডাউনলোড
আশা করা য়ায় যে , তোমরা তাকওয়া – পরেহেযগারী অর্জন করতে পারবে । রোযা যেহেতু বিশাল গুরুত্বপূর্ণ ইবাদত, সেহেতু রোযার সাথে সংশ্লিষ্ট হুকুম আহকাম সমূহ জেনে নেয়া আবশ্যক । মুসলমানদের উচিত ফরয , ওয়াজিব সমুহকে জানা ও পালন করা . হারাম সমূহকে বর্জন করা আর যেগুলা মুরাহ [জায়েয] ।
সেগুলা থেকে নিজেকে বিরত রেখে মনকে খামাখা সংকোচিত না করা এই পুস্তিকাটিতে রমাযানের হুকুম- আহকাম ও আদব সমূহ সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ করা হয়েছে । আশা করি মহান আল্লাহ তা,য়ালা আমাকে এবং আমার মুসলিম ভাইদের কে এটার দ্বারা উপকৃত করবেন । সমস্ত প্রসংশা একমাত্র আল্লাহরই জন্য যিযন সমস্ত কিছুর সৃষ্টি জগতের রব- প্রতিপালক ।
আরও দেখুনঃ আত তারগীব ওয়াত তারহীব pdf বই ডাউনলোড
নিচে রোজার ৭০ টি মাসয়ালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.63 MB প্রকাশ সালঃ ১৯৯৯ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ সলেহ আল মুনাজ্জেদ অনুবাদঃ সরদার মুহাম্মাদ জিয়াউল হকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ