অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি
অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি pdf বই ডাউনলোড। আল্লাহ বলেন, আমি কি তোমার অন্তর প্রশস্ত-প্রশান্ত করে দেইনি? তোমার উপর থেকে ভীষণ বোঝা নামিয়ে দিয়েছি, যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল? তোমার মান-সম্মান উচুঁ করেছি? তাহলে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই যখনি কোনো কাজ থেকে অবসর পাও, তখনি নিবেদিত হও, তোমার প্রভুকে পাওয়ার জন্য তারঁ দিকে ফিরে যাও। আল- ইনশিরাহ
আরও দেখুনঃঅপ্রয়োজনীয় কথা পরিহার যরূরী pdf বই
ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন যে, আপনি কাজের পাশাপাশি সন্ধ্যায় ইউনিভারসিটি গিয়ে পার্টটাইম মাস্টার্স বা পিএইচডি করবেন। আপনার পরিবার আপনার এই সিদ্ধান্ত শুনে বড়ই খুমি হবে। বংশে একজন মাস্টার্স -পিএইচডি করা ছেলে/মেয়ে থাকবে, কী সৌভাগ্যের ব্যাপান! ক্লাসে যাওয়ার আগে আপনার জন্য নাস্তা টেবিলে রাখা থাকবে।
ক্লাস করে এসে আপনি যেন শান্তিতে ঘুমোতে পারেন, সেজন্য বাচ্চাদেরকে আগেই ঘুম পাড়িয়ে রাখা হবে। মেহমানরা বেড়াতে এসে যেন আপনার পড়াশুনায় ক্ষতি না করে, সেজন্য চৌদ্দগুষ্টিতে সাবধান নোটিস চলে যাবে। কেউ যদি এসেও পড়ে, আপনি দেখা করতে না আসলে কোনো সমস্যা নেই, কারণ আপনার পরীক্ষা চলছে।
আরও দেখুনঃ কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন pdf বই ডাউনলোড
আপনার পরীক্ষার সময় বাড়িতে কারফিউ পরে যাবে। কেউ জোরে টিভি ছাড়বে না, ফোনো গল্প করবে না। কিছুক্ষণ পরপর চা, নাস্তা আসতে থাকবে। এক সময় আপনি মাস্টার্স/পিএইচডি শেষ করবেন। আপনার স্বামী/স্ত্রী/মা-বাবা গর্ব করে সবার কাছে আপনার অর্জনের কথা বলবে। কিন্তু ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন যে, কাজের পাশাপাশি একটা ইসলামিক ডিগ্রির জন্য পড়াশুনা করবেন,
বা এলাকায় মুসলিম ভাইবোনদের সাথে নিয়মিত ইসলামী আলোচনায় অংশ নেবেন, বা কোনো স্বেচ্চসেবী সংগঠনে যোগ দেবেন। আপনার পরিবারের সদস্যরা এই কথা শোনার পর আপনার উপর শুরু হবে তাদের যাবতীয় দাবি এবং অভিযোগের বৃষ্টি। এমনিতেই কাজের বাইরে আপনাকে পাওয়া যায়, এখন কেন আরও কম পাওয়া যাবে? যেই কাজ করতে আপনি বাধ্য নন।
আরও দেখুনঃঅর্থনীতি ও ইসলাম সংকলন pdf বই ডাউনলোড
নিচে অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 1.25 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ