অকারণ পাপ pdf বই ডাউনলোড। গুনাহের পূর্ণ তালিকার প্রতি একটু গভীর নজরে তাকালে এটা পরিস্কার অনুভুত হবে যে, কোন গুনাহই আনন্দজনক নয়। কারণ ক্ষনিকের যে আনন্দের পিছনে দীর্ঘস্থায়ী, কঠিন ও অসহনীয় কষ্ট থাকে, তা কোন জ্ঞানী ও দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তির নিকটই আনন্দজনক বলে বিবেচিত হয় না।
যেই মিষ্টানে জীবনসংহারক বিশ মিশ্রিত থাকে কোন জ্ঞানীই তাকে সস্বাদু বলতে পারেন না। যেই চুরি বা ডাকাতির কারণে যাবজ্জীবন জেল বা ফাসি কাষ্ঠে ঝুলতে হয়, কোন পরিণামদর্শী ব্যক্তিই তাকে আনন্দ ও উপভোগের বিষয় বলে স্বীকার করেন না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পাপ আকার-প্রকৃতি প্রভাব ও প্রতিকার pdf বই ডাউনলোড
- অহেতুক পাপ pdf বই ডাউনলোড
- ইসলামের দৃষ্টিতে শিরক pdf বই ডাউনলোড
- আলোকিত নারী pdf বই ডাউনলোড
- ফাজায়েলে আমল ৫ম খন্ড pdf বই ডাউনলোড
তবে এটা পরিস্কার যে, এইসব বিষয়ের আনন্দহীনতা অনুভ করা কেবল মাত্র জ্ঞাী পরিনামদর্শী লোকজনের পক্ষেই সম্ভব। অপরিনামদর্শী শিশু তো সাপ বা আগুনকে সুন্দর মনে করে হাতে নিতে পারে এবং সেটাকে আকর্ষণীয়ও বলতে পারে তদ্রূপ পরিণাম ও ফলাফল সম্পর্কে অজ্ঞ ব্যক্তির পক্ষে উল্লিখিত অপরাধসমূহকে আনন্দজনক মনে করাও অসম্ভব নয়। কবর ও হাশরের আযাব ও সওাব সম্পর্কে বেখবর ও বেফিকির ব্যক্তি গুনাহসমূহকে আনন্দজনক মনে করতেও পারে।
এ কারণেই যেসব গুনাহের ব্যাপারে কোন কোন মানুষের কাছে আনন্দজনক হবার ভ্রম হতে পারে, এমন গুনাহ সম্পর্কে এই পুস্তিকাতে আলোচনা করা হয়নি। কোন মুসলমানকে উপহাস ও বিদ্রূপ করা । কোন মুসলমানকে নিয়ে উপহাস বা বিদ্রূপ করা একটি জঘন্য পাপ ও কবীরা গুনাহ। তাছাড়া এর দ্বারা দুনিয়াবী কোন ফায়দাও অর্জিত হয় না। কিন্তু তা সত্ত্বেও মুসলিম সমাজ ব্যাপকভাবে এই পাপাচারে লিপ্ত রয়েছে।
পবিত্র কুরআনে এ সম্পর্কে নিষেধ করে বলা হয়েছে; হে মুমিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে বিদ্রূপ না করে, কেননা তারা তাদের চেয়ে উত্তম হতে পারে। আর কোন নারীও যেন অপর কোন নারীকে বিদ্রূপ না করে। কেননা সে তাদের অপেক্ষা উত্তম হতে পারে -সূরা হুজুরাত ১১। বিদ্রূপ করার অর্থ হলো কারো দোষ-ত্রুটি এমনভাবে প্রকাশ করা যাতে লোকজন তা নিয়ে হাস্য-পরিহাস করে। এটা বিভিন্নভাবেই হতে পারে;
১। কারো চলা-ফেরা, ওঠা-বসা, হাসি-কান্না ও কথা বলার ভঙ্গি এবং শারীরিক গঠনপ্রকৃতি প্রভৃতি অনুকরণ করে দেখানো। (২) কারো কোন কথা বা কাজ নিয়ে হাস্য-পরিহাস করা। (৩) হাত বা চোখের ইশারায় কারো দোষ প্রকাশ করা। কাউকে নিয়ে বিদ্রূপ বা উপহাস করা এমন একটি অকারণ পাপ, যা আজ মুসলিম সমাজে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সাধারণ-বিশিষ্ট কমবেশ সকলেই আজ এতে লিপ্ত। অথচ কুরআন শরীফে এ সম্পর্কে পরিস্কার নিষেধাজ্ঞা রয়েছে।
নিচে অকারণ পাপ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইমলামিক নীতিমালা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 28.24 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুফতী আযম মাওলানা শফী ছাহেব রহ. |
অনুবাদকঃ |