অতিথি পাখির কান্না
অতিথি পাখির কান্না pdf বই ডাউনলোড। খাঁ বাড়ির আটচালা কাচারির সামনে মানুষের ভিড়। প্রতি বছরের মতো এবারও শেষ রোযার ইফতারির দাওয়াত খেতে এসেছে পাড়ার রোযাদাররা। সবাই খুশি খুশি মন নিয়ে অধীর আগ্রহে তাকিয়ে আছে পশ্চিম দিকে। এ এক নীরব প্রতিযোগিতা। কে প্রথম দেখতে পাবে ঈদের নতুন বাকাঁ চাদঁ । কিন্তু কারো নজরেই আসছে না রূপালী রেখার সেই খুশির ঝিলিক।
এদিকে ইফতারির সময়ও প্রায় হয়ে আসছে। খাঁ সাহেব বললেন, আকাশে মেঘ থাকার কারণে চাদঁ দেখা নাও যেতে পারে। তবে কোথাও দেখা গেলেই সঙ্গে সঙ্গে টেলিভিশনে তা প্রচার করবে। আপনারা ইফতারির জন্য তৈরি হয়ে যান।
আরও দেখুনঃ অখন্ড পাকিস্তানের শেষ দিনগুলি pdf বই ডাউনলোড
ঠিক তখনই কে একজন চিৎকার করে উঠলো-ঐ যে ঈদের চাদঁ উঠেছে। আল্লাহু আকবার ! ঈদ মোবারক । খাঁ সাহেবও এগিয়ে এসে ভিড়ের মধ্যে দাড়িয়ে বললেন, কই, কোথায় চাঁদ? বলেই চশমাটা খুলে আর একটু পরিস্কার করে আবার বললেন, কে দেখেছে? তখন লম্বা নারকেল গাছের মাঝামাঝি থেকে মজনু বললো, ঐ যে চাদঁ দেখা যায়।
মজনু গায়েরই ছেলে খাঁ সাহেবের নাতি টুটুলে সহপাঠী।
আপনি দেখতে পারছেন? খাঁ সাহেব বলবেন, না রে মজনু, তুই গাছ থেকে আগে নেমে আয়। মজনু নেমে এলো এবং আঙ্গুল তুলে দেখালো -ঐ যে লালিচরা মেঘটা, তারই এক হাত ওপরে। তখন সবাই বললো, হ্যাঁ ঐ তো ঈদের চাদঁ। সাথে সাথে ঈদের আনন্দ যেনো ছড়িয়ে পড়লো সব মানুষের হৃদয়ে হৃদয়ে । মজনু গায়েরই ছেলে।
আরও দেখুনঃ অকাট্যতা pdf বই ডাউনলোড
খাঁ সাহেবের নাতি টুটুলের সহপাঠী। তবে মজনু একটু দুরন্ত। সব কাজের কাজিও। খাঁ সাহেব বললেন, মজনু অযু করেছিস তো? বাড়ি থেকে অযু করেই এসেছি দাদা। তবে দেরি কেন, বসে যা। এর মধ্যেই মাগরিবের আযান শেষ হয়ে গেছে। সবাই আনন্দ চিত্তে ইফতারি শেষ করে নামাযে দাড়ালো। আজ আর তারাবি পড়তে হবে না।
তবে এক্ষুণি যে ঈদগাহের মাঠে যেতে হবে এবং ঈদগাহ সাজাতে হবে, একথা সবারই জানা। রাতের খাবার শেষ হলে জাকির বললো, পাড়ার ছেলেরা সবাই শোনো। এবার আমরা আমাদের ঈদগাহের মাঠ এমনভাবে সাজাবো, যেন অন্যরা দেখে অবাক হয়ে যায়। আর নামাযিদের প্রাণটাও ভরে যায়।
আরও দেখুনঃ ১০টি ইসলাম ধ্বংসকারী বিষয় pdf বই ডাউনলোড
নিচে অতিথি পাখির কান্না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খেয়া প্রকাশনী বইয়ের ধরণঃ গল্প বিষয়ক বইয়ের সাইজঃ 3.61 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ দেলোয়ার হোসেন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ