অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নাত্তর
অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নাত্তর pdf বই ডাউনলোড। প্রথম প্রশ্নঃতাওহীদের সংজ্ঞা কী? তাওহীদ কত প্রকার?
উত্তরঃ তাওহীদের সব প্রকারের সমন্বিত পূর্ণাঙ্গ হলো: পরিপূর্ণ গুণের সমম্বয়ে রবের একত্বতা সম্পর্কে বান্দার জ্ঞান, বিশ্বাস,স্বীকৃতি ও ঈমান এবং এতে রবকে একক হিসেবে মানা, এ বিশ্বাস স্থাপন করা যে, তারঁ কোনো শরীক নেই, তারঁ পূর্ণতায় কোনো উপমা নেই, তিনি সমস্ত বান্দার জন্য ইলাহ ও মাবুদ (ইবাদতের একমাত্র যোগ্য) অতঃপর সব ধরণের ইবাদাতের ক্ষেত্রে তাকেঁ উপরোক্তি সংজ্ঞায়।
তাওহীদের তিন প্রকারই শামিল করেছে। তা হলো: প্রথমত, তাওহীদুর রুবুবিয়্যাত রবকে একমাত্র সৃষ্টকর্তা, রিযিকদাতা, পরিচালনাকারী ও লালন পালনকারী হিসেবে স্বীকার করা।
আরও দেখুনঃ ঈমান ও বস্তুবাদের সংঘাত pdf বই ডাউনলোড
দ্বিতীয়ত: তাওহীদুল আসমা ওয়াস সিফাত: আল্লাহ নিজের জন্য যেসব নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন বা তারঁ রাসুল মুহাম্মাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ জন্য যেসব নাম ও গুনাবলী সাব্যস্ত করেছেন এবং কোনো সাদৃশ্য ও উপমা ব্যতীত, বিকৃত ও পরিবর্তন ব্যতিরেকে যেসব গুণাবলী এগুলোর ওপর প্রমাণ করে সে গুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা।
তৃতীয়ত: তাওহীদুল ইবাদত: সব ধরণের ইবাদাতের জন্য আল্লাহকে এক ও একক করা এবং তারঁ সাথে শির্ক না করে ইবাদতে একনিষ্ঠ থাকা। অতঃএব, তাওহীদের উপরোক্ত প্রকারসমূহ সম্পূর্ণরূপে ধারণ না করলে ও এগুলোকে প্রতিষ্ঠা না করলে বান্দা মুয়াহহিদ তথা একত্ববাদী হতে পারবে না।
আরও দেখুনঃ সীরাত বিশ্বকোষ ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
দ্বিতীয় প্রশ্ন: ঈমান ও ইসলাম কী? এ দুটির সাধারণ মুলনীতি কি?
উত্তর: ঈমান হলো আল্লাহ ও তারঁ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন সেগুলোর ওপর দৃঢ় ঈমান স্থাপন করা এবং ।
সে অনুযায়ী আমল করাকে বলে ইসলাম। একমাত্র আল্লাহর সমীপে আত্মসমর্পণ করা ও তারই আনুগত্য স্বীকার করাকে ইসলাম বলে। ঈমান ও ইসলামের সাধারণত মুলনীতি নিম্নোক্ত আয়াতে একত্রিত হয়েছে।
আরও দেখুনঃ সীরাত বিশ্বকোষ ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নাত্তর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.95 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান অনুবাদঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ