অদ্বিতীয় রাসুল অদ্বিতীয় জানাযা
অদ্বিতীয় রাসুল অদ্বিতীয় জানাযা pdf বই ডাউনলোড। বর্তমানে মুসলিম উম্মাহ এক মহা-সংকটকাল অতিক্রম করছে। বাংলাদেশে সহ মুসলিম বিশ্বের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে দেখা যায়-ঘোর অমানিশা আর অন্ধকার ভবিষ্যতের হাতছানি।
মানবেতর জীবন যাপন করছে বিশ্বের মুসলিম সমাজ। পৃথিবীজুড়ে মুসলমানদের উপর চলছে ইহুদী-নাসারাদের নিমর্ম-নিষ্ঠুর, পাশবিক নির্যাতন। আ আকাশ বাতাস ভারী হয়ে উঠছে মুসলিম নারী ও শিশুদের করুণ। আর্তনাদে। ঢুকরে কেদেঁ মরছে বিশ্বমানবতা।
আরও দেখুনঃ ১০০ সুসাব্যস্ত সুন্নত pdf বই ডাউনলোড
মুনাফিকদের ষঢ়যন্ত্রে মুসলিম সমাজ আজ অমুসলিমদের হাতের পুতুল আর অমানবিক নির্যাতন ও নিষ্পেষনের স্বীকার। ইসলামী রীতি-নীতিকে ধর্মান্ধাতা, অসামাজিকতা ও অনাধুনিক কাঠামো মনে করে পরিত্যাগ করা হচ্ছে এবং বিপরীতে অশ্লীলতা ও খোদাদ্রোহিতাকে মনে করা হচ্ছে আধুনিকতার একমাত্র পরিচয়।
এটা মুসলমান যুবসমাজ তথা-ইসলামী সমাজ ও সংস্কৃতিকে সমূলে ধ্বংস করার সুদুর প্রসারী ষড়যন্ত্র ও হীন প্রচেষ্ঠা ছাড়া আর কিছুই নয়। ইসলামী শিক্ষার সাথে বিজ্ঞাপন-প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয় না ঘটিয়ে উহার দোহাই দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে কুরআন-সুন্নাহর জ্ঞানকে পুরাতন ও সেকেলে আখ্যা দিয়ে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষায় অনাগ্রহী করে তোলা হচ্ছে ।
আরও দেখুনঃ ৩৬৫ দিনের ডায়েরী কুরআন হাদিস
যার ফলে সত্যিকার ধর্মীয় রীতি-নীতি সম্পর্কে তারা অজ্ঞ থেকে যাচ্ছে। এটাও ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের সুগভীর ষড়যন্ত্রের অংশ। আর ইসলাম সম্পর্কে তাদের মিথ্যা প্রচারণা তো আছেই ।অপরপক্ষে মুসলমানদের মধ্যে একদল নিজকে স্বঘোষিত ইসলামী চিন্তাবিদ ও মানতে নারাজ।
আর তা হলো রসুল পাক এর নামাজে জানাযার বিষয়টি । তাও আবার বেয়াদবীর বয়ে ও নবী প্রেমে উৎসর্গিত হয়ে। আসলে তাদের উচিত হবে সেই বিষয়ে ও জেনে নেয়া। যেমন অদ্বিতীয় সৃষ্টি ও অতুলনীয় সত্তা তেমনি তারঁ হায়াত, ওয়াফাত ও সালাতুল জানাযাও অদ্বিতীয়, অতুলনীয় এবং অলৌকিকতায় ভরপুর। সহজ সরল সাধারণ মুসলমান কিংবা ।
আরও দেখুনঃ ১২ টি মাদানী কাজ pdf বই ডাউনলোড
নিচে অদ্বিতীয় রাসুল অদ্বিতীয় জানাযা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 10.09 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ আল্লামা শায়খ মুফতী আবুল হুফফাজ অনুবাদঃ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান (আশরাফী)ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ