অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী
অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই ডাউনলোড। অধ্যাপক গোলাম আযম বাংলাদেশের জনগণের নিকট একটি সুপরিচিত নাম। ১৯৪৮, ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনের সাথে তার নাম বিশেষভাবে জড়িত রয়েছে।
অন্য অনেকের সাথে অধ্যাপক আযমের বড় পাথক্য এটাই যে তিনি আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। ইসলামী আদর্শই মানুষের সত্যিকারের কল্যাণ ও মুক্তি দিতে পারে- একথার উপরই আবর্তিত তারঁ জীবন ও রাজনৈতিক সংগ্রাম ।
আরও দেখুনঃ অযু ব্যতীত কুরআনুল কারীম স্পর্শ pdf বই ডাউনলোড
আল্লাহর দাসত্ব ও রাসুল সাঃ এর আনুগত্যের মধ্যেই যে মানুষের প্রকৃত সাফল্য এবং মানুষের উপর মানুষের প্রভৃত্ব খতম করে আল্লাহর প্রভুত্ব কায়েমই যে দুনিয়ার সার্বিক সমস্যার সমাধান, দুনিয়ার কল্যাণ ও আখেরাতের নাজাতের একমাত্র পথ-এই চিরন্তন সত্যকে গ্রহণ করে ।
নিষ্ঠার সাথে ইসলামী আন্দোলনে আত্মনিয়োগ করেছেন অধ্যাপক গোলাম আযম। ইসলামী আন্দোলন যেমন কখনো কুসুমাস্তীর্ণ ছিলোনা তেমনি এ দেশের ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আযমের উপর নেমে আসে পরীক্ষা, যুলুম ও নিপীড়ন। সর্বোপরি তারঁ রাজনীতি এবং আন্দোলনের ভুমিকাকে করে তোলা হয় বিতর্কিত।
আরও দেখুনঃ অযাহাক্বাল বাতিল pdf বই ডাউনলোড
কুটিল চক্রান্তের মাধ্যমে। ইসলামী আদর্শের অনুরাগী, দেশপ্রেমিক ও সাহসী ব্যক্তিত্বকে আজ দেশের সবচাইতে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের প্রচারণার বদৌলতে অধ্যাপক আযমের মত একজন বলিষ্ঠ নেতা এবং সংগঠককে বিভ্রান্তির অসহায় শিকারে পরিণত করা হয়েছে। পর পর দুই সেশনের জন্য ডাকসুর জি, এস হিসেবে দায়িত্ব পালনকারি
এবং বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষনার দাবীতে প্রদত্ত স্মারকলিপি পাঠক ও বহু গুণে গুণান্বিত এই বিশাল ব্যক্তিত্বের রাজনৈতিক ভাবমুর্তি শেষ করার জন্য একতরফা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সাত পুরুষ যাবত ব্রাক্ষ্মনবাড়িয়া নবীনগর উপজেলায় যারঁ পরিবার ও পুর্ব পুরুষরা বসবার করে আসছেন এবং যারঁ জন্ম ঢাকার বিখ্যাত শাত সাহেব বাড়ী ।
আরও দেখুনঃ অমুসলিমদের সাথে রাসুল-সাঃ আচরণ প্রসঙ্গে pdf বই ডাউনলোড
নিচে অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 6.07 MB প্রকাশ সালঃ ১৯৮৯ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ কামরুজ্জামান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ