অধ্যয়ন ও জ্ঞান সাধনা
অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড। ওলামায়ে কেরামের পরিভাষায় শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়। যেমন- ইলম শব্দটির একাধিক অর্থ রয়েছে। এগুলোর একটি অর্থ হচ্ছে অনুধাবন ও উপলব্ধি করা। দার্শনিকগন এই অর্থে প্রবক্তা । কেউ কেউ বলেন, ইলমের অর্থ সত্যায়ন করা। চাই তা ইয়াকিনী হোক বা অন্য কিছু। আর অভিধান অনুযায়ী ইলম অর্থ ইয়াকিন বা বিশ্বাস।
এর এক অর্থ হচ্ছে বা আকলের সাহায্যে অনুধাবন করা। এর এই অর্থের ভিত্তিতেই ইলম শব্দটি কল্পনা, ধারণা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। ইলমের আরেকটি অর্থ হচ্ছে: তথা দলিলের ভিত্তিতে মাসআলা আয়ত্ব করা।
আরও দেখুনঃ অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
বস্তুত: ইলম হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বা অনন্য গুণাবলিসমূহের একটি, যা ইলমের মর্যাদাকে সমুন্নত করেছে। ইলমের আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বসূরীগণ এর অন্তনিহিত একটি সংজ্ঞা বর্ণনা করেছেন। যেই সংজ্ঞায় ইলমের প্রকৃত উদ্দেশ্য এবং প্রকৃত ইলমের আলামত ফুটে ওঠে।
যেমন, আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, বেশি বর্ণনা করা ও অধিক পরিমাণ আক্ষরিক জ্ঞান হাসিল করার নাম ইলম নয়, বরং ইলম হচ্চে আল্লাহ তাআলার ভয়ের নাম। ইমাম মালেক (রহ.) বলেতেন,হেকমত ও আমল হচ্ছে একটি নুর্ যা দ্বারা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পথ দেখান। আর বেশি বেশি মাসআলা যানার নাম ইলম নয়।
আরও দেখুনঃ অদেখা স্রষ্টা pdf বই ডাউনলোড
এর একটি আলামত আছে। তা হচ্ছে, ইলমের বদৌলতে প্রতারণার এই জগত থেকে নিজেকে দূরে রাখা এবং চিরস্থায়ী জগতের দিকে ধাবিত হওয়া। ইমাম শাফেয়ী (রহ.) বলতেন,ইলম হচ্ছে আমলের নাম। আর আমল হলো স্থায়ী জগতের স্বার্থে ক্ষণস্থায়ী জগত পরিহান করা।
অনেকের ধারনা, ইলম বিষয়টি কেবল ফযীলতের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ ইলম হাসিল করা ভালো এবং সওয়াবের কাজ আর না করা দোষণীয় নয় তবে ছাওয়াব ও ফযীলত থেকে বঞ্চিত হওয়ার নামান্তর মাত্র। কিন্তু বিষয়টি কি আদৌ এমন? ফযীলতের মধ্যে কি ইলম সীমাবদ্ধ? মোটিই তা নয়। বরং একজন মানুষের প্রকৃত মুমিন হওয়া নির্ভর করে ইলম হাসিলের উপর।
আরও দেখুনঃ অধঃপতনের অতল তলে pdf বই ডাউনলোড
নিচে অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.68 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ আবু বকর সিরাজী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ