অনিঃশেষ আলো ১ম খন্ড
অনিঃশেষ আলো ১ম খন্ড pdf বই ডাউনলোড। মদীনা হিজরতের পরের ঘটনা। নবীজি (সাঃ) এখনও দুনিয়াতে বর্তমান । ঘোড়ার চড়ে মক্কা-মদীনার মধ্যবর্তী বিস্তৃত মরু-অঞ্চল অতিক্রম করে মদীনার দিকে এগিয়ে যাচ্ছে এক মুসাফির । লোকটা একা । সফরসঙ্গী বলতে আছে একমাত্র বাহন ঘোড়াটা। সেকালে কোনো মুসাফির এক সফর করত না। মানুষ কাফেলার আকারে পথ চলত। দস্যু -তস্করের আশঙ্কা থাকত পায়ে -পায়ে ।
তা ছাড়া দলবদ্ধভাবে পথ চললে সফর অনেক সহজ ও আরামদায়ক হতো। একজন আরেকজন থেকে সাহায্য পেত। কারও অসুখ-বিসুখ হলে অপরের থেকে সেবা -সহযোগিতা পেত। কিন্তু তারপরও এই মুসাফির নিঃসঙ্গ কেন? কোথায় যাচ্ছে সে?
আরও দেখুনঃ অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড
এ প্রশ্নের উত্তর তার ছাড়া আর কারও জানা নেই।তাকে কাফেলাছিন্ন মুসাফির কিংবা দিকহারা পথিক বলে মনে হচ্ছে। কিন্তু তার মুখে, তার হাব-ভাবে এমন কোনো লক্ষণ তো দেখা যাচ্চে না। দীর্ঘ সফরের ক্লান্তির ছাপ তার মুখাবয়বে পরিস্ফুট । কিন্তু সে সম্পূর্ন নিশ্চিন্ত ও ভাবলেশহীন। কখনও কখনও গুনগুন করে গান গাইছে।
কখনওবা মনে হচ্ছে সে তার ঘোড়ার সঙ্গে এমনভাবে কথা বলছে, যেন ঘোড়া তার কথা বুঝছে।পথিক তার বাহনটাকে ক্লান্ত হতে দিচ্ছে না। ইতিমধ্যে দুবার যাত্রাবিরতি দিয়েছে। সঙ্গে যেসব খাদ্য -খাবার আছে, পরিধানে সে-বস্ত্র আছে, তাতে অনুমিত হচ্ছে, এ জীবকার সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়ানো কোনো বদ্দু নয় ।
আরও দেখুনঃ অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
এবং কোনো গরিব লোকও নয়। তার চেহারার জৌলুস ও গাম্বীর্য পূর্ণ দেহাবয়ব প্রমাণ দিচ্ছে , লোকটি তার গোত্রের মান্যবর কোনো ব্যাক্তিত্বই হবে। তার সফরের আর একটা সুর্য অস্তমিতপ্রায়। এই মুহুর্তে সে বালু-মাটির তৈরী উচুঁ নিচু টিলা-ঢিপির পাকডন্ডি অতিক্রম করছে।
তার বোধহয় জানা আছে, কাছেই একস্থানে ছোট একটা খেজুর বাগান আছে। এমন প্রশান্ত মনে পথ চলছে, যেন নিজের উপর পুরোপুরি আস্থা আছে তার । লোকটি খেজুর বাগানের কাছাকাছি চলে এসেছে। সে ঘোড়াটাকে থামাতে চাইল ।
আরও দেখুনঃ অধঃপতনের অতল তলে pdf বই ডাউনলোড
নিচে অনিঃশেষ আলো ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইঘর বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 8.39 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের লেখকঃ এনায়েতুল্লাহ আলতামাশ অনুবাদঃ মাওলানা মুহাম্মাদ মুহিউদ্দীনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ