অনুপম আদর্শ pdf বই ডাউনলোড। নবুয়তের তাৎপর্য এবং মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করা মানুষের পক্ষে সম্ভব নয়। নবুয়ত এমনি একটি বিষয়, যা মানুষের চিন্তা-গবেষণা এবং বুদ্ধি ও বিবেচনাশক্তির অনেক ঊর্ধ্বে। যেখানে বুদ্ধিবৃত্তির সীমা শেষ হয়, সেখান থেকে নবুয়তের সীমা শুরু হয়।
তাই নবুয়তের তাৎপর্য এবং এর সত্যিকার মর্মার্থ একমাত্র আল্লাহ্ জাল্লা শানুহ্ই জানেন। তিনি বিশ্বমানবের হিদায়তের জন্যে তথা সমগ্র মানবজাতির সামগ্রিক কল্যাণের জন্যে তাঁর মনোনীত ব্যক্তিদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
কিন্তু তবু ইসলামের তত্ত্বজ্ঞানিগণ বিশ্বনবী হযরত রসূলে করীম সাল্লাল্লাহ আলায়হি ওয়া সাল্লামের মহান ও অনিন্দ সুন্দর আদর্শের এবং তাঁর পূত-পবিত্ৰ জীবনধারার ব্যাপারে গবেষণা করে নবুয়তের তাৎপর্য সম্পর্কে যা কিছু উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, তা তাঁরা তাঁদের গ্রন্থাবলীতে লিপিবদ্ধ করেছেন।
এই পর্যায়ে ইমাম আবুল হাসান আশআরী, ইবনে হজম জাহেরী, আবূ ইসহাক, আবূ ইয়ালা, আবুল মায়ালী, ইমামুল হারামাইন, আবদুল করীম সেহ্ রুস্তানী, ইমাম গাযযালী, ইমাম ফখরুদ্দীন রাযী, ইবনে খলদুন, ইজ্জুদ্দীন ইবনে আবদুস্ সালাম প্রমুখ মনীষী তৃতীয় হিজরীর মাঝামাঝি সময় থেকে অষ্টম হিজরী পর্যন্ত এই বিষয়ে মূল্যবান অবদান রেখেছেন।
পরবর্তীকালে যাঁরা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের মধ্যে বিশেষভাবে হযরত শাহ্ ওয়ালীউল্লাহ্ দেহলভী রহমাতুল্লাহি আলায়হির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত শাহ্ ওয়ালীউল্লাহ্ দেহলভী রহমাতুল্লাহি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘হুজ্জাতুল্লাহিল বালিগা’র প্রথম খন্ডে নবুয়তের উদ্দেশ্য, তাৎপর্য, প্রয়োজনীয়তা, আর নবীর দায়িত্ব ও কর্তব্য এবং বিশেষ অবস্থা সম্পর্কে।
নিচে অনুপম আদর্শ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 13.0 MB |
প্রকাশ সালঃ | ১৯৯২ সাল |
বইয়ের লেখকঃ | হাসান আব্দুল কাইয়ূম |
বইয়ের অনুবাদকঃ |