অনেক আধাঁর পেরিয়ে pdf বই ডাউনলোড। বাবা মারা গেলেন ১৯৯০ সালের ৩০শে এপ্রিল ভোর পাচঁটা দশ মিনিটে। ওই সময়টা থেকে সকাল নয়টা পর্যন্ত সময়টার কোনো স্মৃতিই আমার মনে নেই । ওই সময়টা থেকে সকাল নয়টা পর্যন্ত সময়টার কোনো স্মৃতিই আমার মনে নেই।
কোথায় ছিলাম তখন, মা কী করছিলেন, তিথি কার কাছে ছিল অনেক চেষ্টা করেও মনে করতে পারি না আমি। শুধু মনে আছে- প্রচন্ড খিদে লেগেছিল আমার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বুঝেছিলাম সকাল নয়টা বাজে। স্মৃতির শুরু সেই দেয়াল ঘড়ির সময় দেখেই ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আধাঁর রাতের বন্ধু pdf বই ডাউনলোড
- বিশ্ব মানবতার অভিশাপ pdf বই ডাউনলোড
- অনিরাপদ মাতৃক্রোড় pdf বই ডাউনলোড
- বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই
- সকাল সন্ধ্যার দোয়া ও জিকির pdf বই ডাউনলোড
সরকারি কলোনির মানুষদের নিজেদের মধ্যে দারুণ আন্তরিকতা থাকে। প্রত্যেকটা পরিবারের সাথে প্রত্যেকটা পরিবারের নাড়ির টান। মাসজিদের মাইকের শব্দ কানে এল, বাবার মৃত্যুসংবাদ দেওয়া হচ্ছে। বি-৬৪ এফ-৯ নিবাসী মুহাম্মাদ নুরুজ্জামান সাহেব আজ ভোরে ইন্তেকাল করেছেন এই কথা ছড়িয়ে পড়তে তাই খুব বেশি সময় লাগেনি।
স্রোতের মতো মানুষজন আসতে শুরু করল একটা সময়ে পুরো বাসা ভর্তি কলোনির মানুষ গিজগিজ করছে। অনেকেই কোলে তুলে নিচ্ছেন আমাকে, তিথিকে। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার কথাও বলছিলেন অনেকে। খেলার সাথি বন্ধুরা কেমন করে যেন তাকাচ্ছিল আমার দিকে।
বাবাকে বড়ো রুমের ফ্লোরে একটা পাটিতে শুইয়ে রাখা হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত একটা চাদর দিয়ে ঢেকে রাখা তাকে। মাথার নিচে বালিশ ছাড়া শুয়ে-থাকা বাবার পাশে আমাদের দুই ভাই-বোনকে বসিয়ে দিয়ে গেলেন কেউ একজন। সামনের বিল্ডিংয়ের আনোয়ার ভাই কোথা থেকে এসে চাদর সরিয়ে বাবাকে দেখালেন আমাদের। রাতে শোয়ার সময়ে পরা সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে তার।
বাবার মুখে এক চিলতে হাসি লেগে ছিল! এই বিষয়টি নিয়ে সবাই খুব কথা বলেছিলেন। সেদিন। নুরুজ্জামান সাহেবের মৃত্যু খুব কম কষ্টে হয়েছে, আল্লাহ তার ওপর প্রসন্ন, মুখে হাসি দেখেই মনে হচ্ছে আল্লাহর পছন্দের মানুষ ছিলেন তিনি। এই জাতীয় বিস্তর কথাবার্তা চলছিল। স্পষ্ট মনে আছে আমার। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে অনেক আধাঁর পেরিয়ে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমর্পন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 20.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ জাভেদ কায়সার |
অনুবাদকঃ |