অন্তর কঠিন হয়ে যায় কেন
অন্তর কঠিন হয়ে যায় কেন pdf বই ডাউনলোড। মুসলিম উম্মাহ আজ যে সব মহাপরীক্ষায় ও মহা মুছিবতে পতিত এবং কঠিন ও ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে, তন্মধ্যে এমনই একটি রোগ হলো: অন্তর (ক্বালব) কঠিন হয়ে যাওয়া। কিছু কিছু কারণ আছে যার জন্য আমাদের অন্তর বা (ক্বালব) কঠি হয়ে যায়।
১) নামাযের জামাআতে হাযির হওয়ার ব্যাপারে অবহেলা ও গাফলতি করা এবং মসজিদে সকাল সকাল না যাওয়া বরং দেরী করা।
২) কুরআনকে পরিত্যাগ করা অর্থাৎ বিনয়-নম্রতা আর মনোযোগ এবং চিন্তা গবেষণাসহকারে কুরআন তেলাওয়াত না করা।
৩) হারাম রুজি যেমন:সুদ,ঘুষ, মাল্টিপারপাস, ইন্সুরেন্স এবং বেচাকেনাসহ বিভিন্ন লেনদেনে প্রতারণা ও জালিয়াতি সহ অন্যান্য হারাম পদ্ধতিতে রুজি-রোজগার করার কারণে।
আরও দেখুনঃ অনুস্বার pdf বই ডাউনলোড
৪)অহংকার, বড়াই, প্রতিশোধপরায়নাত, মানুষের দোষ-ক্রুটি বা অপরাধকে মাফ না করা, মানুষকে অবহেলা করে নিকৃষ্ট মনে করা, মানুষকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা। ৫) দুনিয়ার প্রতি আসক্ত হয়ে ঝুঁকে পড়া, দুনিয়া দ্বারা প্রতারিত হওয়া এবং মৃত্যুকে, কবরকে এমনকি আখেরাতকে ভূলে যাওয়া।
৬) যে কোনো বেগানা নারীর দিকে তাকানো হারা; যা অন্তরকে কঠোর করে দেয়।
৭) দাড়িঁ গজায়নি এখনো এমন সুন্দর ছেলের দিকে অযথা তাকানো হারাম; তাই সেটাও অন্তর কঠোর করে দেওয়ার অন্যতম কারণ। ৮) আমি নিজে প্রতিদিন কি কি খারাপ কাজ করলাম? নিজের সমালোচনা নিজে না করা, বরং মানুষের সমালোচনা করা।
আরও দেখুনঃ অনিঃশেষ আলো ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
৯)অনেক দিন দুনিয়ায় থাকবো, অনেক কিছুর মালিক হবো এমন ভূল ধারণা মনের ভিতর থাকা।
১০) আল্লাহর যিকির বেশী বেশী না করে বরং বেশী বেশী কথা বলা, বেশী বেশী হাসাহাসি-তামাশা এবং মশকারী বা মজাক করা। ১১) বেশি খাওয়া-দাওয়া করা।
১২) বেশী ঘুম যাওয়া।
১৩) মানুষের উপর জুলুম করা।
১৪) শরীয়তের কোনো আদেশ-নিষেধ লংঘন হওয়ার কারণ ব্যতীত অন্য কোনো কারণে রাগ করা।
১৫) ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ব্যতীত কাফেরের দেশ ভ্রমণে বের হওয়া ।
আরও দেখুনঃ অনিঃশেষ আলো ৩য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে অন্তর কঠিন হয়ে যায় কেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.18 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ