অন্তর বিধ্বংসী বিষয় অহংকার
অন্তর বিধ্বংসী বিষয় অহংকার pdf বই ডাউনলোড। আল্লামা ইবন ফারেস রহ. বলেন. কিবির অর্থ; বড়ত্ব, বড়াই, অহংকার ইত্যাদি। অনুরূপভাবে বড়ত্ব, বড়াই, অহংকার প্রবাদে আছে: ইজ্জত সম্মানের দিক দিয়ে যিনি বড় , তিনি তার মত সম্মানীদের থেকে উত্তরসূরি বা উত্তরাধিকারী হন। আর আল্লামা ইবন মানযূর উল্লেখ করেন, শব্দটিতে কাফটি যের বিশিষ্ট ।
এর অর্থ হলো, বড়ত্ব, অহংকার ও দাম্ভিক। আবার কেউ কেউ বলেন, তাকাব্বারা শব্দটি কিবির থেকে নির্গত । আর তাকাব্বুর ও ইস্তেকবার শব্দটির অর্থ হলো, বড়ত্ব, দাম্ভিব ও অহমিকা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তর বিধ্বংসী বিষয় অহংকার pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় নিফাক pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ pdf বই ডাউনলোড
মনে রাখতে হবে, অহংকার ও বড়াই মানবাত্মার জন্য খুবই ক্ষতিকর ও মারাত্মক ব্যাধি, যা একজন মানুষের নৈতিক চরিত্রকে শুধু কলুষিতৈই করে না বরং তা একজন মানুষকে হেদায়াত ও সত্যের পথ থেকে দুরে সরিয়ে ভ্রষ্টতা ও গোমরাহির পথের দিকে নিয়ে যায়।
অহংকার বড় খারাপ জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়।
যখন কোনো মানুষের অন্তরে অহংকার ও বড়াইর অনুপ্রবেশ ঘচে, তখন তা তার জ্ঞান, বুদ্ধি ও ইরাদার ওপর প্রাধান্য বিস্তার করে এবং তাকে নানাবিধ প্রলোভন ও প্ররোচনার মাধ্যমে খুব শক্ত হস্তে টেনে নিয়ে যায় ও বাধ্য করে সত্যকে অস্বীকার ও বাস্তবতাকে প্রত্যাখ্যান করতে। আর একজন অংহকারী সবসময় চেষ্টা করে হকের নিদর্শনসমূহকে মিটিয়ে দিতে।
অতঃপর তার নিকট সজ্জিত ও সৌন্দর্য মন্ডিত হয়ে ওঠে কিছু বাতিল, ভ্রান্ত, ভ্রষ্টতা ও গোমরাহি যার কোনো বাস্তবতা নেই। ফলে সে এ সবেরই অনুকরণ করতে থাকে এবং গোমরাহিতে নিপতিত থাকে। এস সবের সাথে আরও যোগ হবে মানুষ সে যত বড়ই হোক না কেন , তাকে সে নিকৃষ্ট মনে করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করে তাকে অপমান করবে।
এ পুস্তিকায় অহংকার কাকে বলে তা বর্ণনা করা হয়েছে এবং অহংকার ও বড়াইর মধ্যে পার্থক্য কি তা আলোচনা করা হয়েছে। এছাড়াও এ পুস্তিকায় থাকছে অহংকারের ক্ষতি, নিদর্শন, কারণ ও মানব জীবনে তার প্রভাব কি তার একটি সার-সংক্ষেপ । সবশেষে অহংকারে চিকিৎসা কি তা আলোচনা করে রিসালাাটির সমাপ্তি টানা হয়েছে।
নিচে অন্তর বিধ্বংসী বিষয় অহংকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.70 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ সালেহ আল- মুনাজ্জিদ অনুবাদঃ জাকের উল্লাহ আবুল খায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ