অন্তর বিধ্বংসী বিষয় নিফাক
অন্তর বিধ্বংসী বিষয় নিফাক pdf বই ডাউনলোড। নিফাকরে আভিধানিক অর্থ: নূল, ফা ও কাফ বর্ণগুলোর সমসন্বয়ে গঠিত শব্দটি অভিধানে দুটি মৌলিক ও বিশুদ্ধে অর্থে ব্যবহার হয়। প্রথম অর্থ দ্বারা কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া ও দূরীভূত হওয়াকে বুঝায় আর দ্বিতীয় অর্থ দ্বারা কোনো কিছুকে গোপন করা ও আড়াল করাকে বুঝায়। নিফাক শব্দটি নাফাক শব্দ হতে নির্গত। নাফাক জমির অভ্যন্তরে বা ভূ-গর্ভের গর্ত যে গর্তে লুকানো যায়, গোপন থাকা যায়। আর নিফককে নিফাক বলে নাম রাখা হয়েছে।
মুনাফিকী বা কপটতা হলো এমন একটি কঠিন ব্যাধি, যারা পরিণতি অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক ক্ষতিকর। মুনাফিকী বা কপটতা মানুষের অন্তরের জন্য এত ক্ষতিকর যে, তা মানুষের অন্তরকে সম্পূর্ন নষ্ট করে দেয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তরের আমল দ্বীনদারি pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় নিফাক pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ pdf বই ডাউনলোড
যার ফলে একজন মানুষ দুনিয়াতে ঈমান হারা হয় এবং দুনিয়ার থেকে তাকে বেঈমান হয়ে চির বিদায় নিতে হয়। মানুষের অন্তর নষ্ট করার জন্য মুনাফেকি বা কপটতার চেয়ে মারাত্মক ক্ষতিকর আর কোনা কিছুই হতে পারে না। একজন মানুষ কখণই মুনাফেকি বা কপটতাকে পছন্দ করে না। কিন্তু তারপরও তাকে তার অজান্তে মুনাফেকি বা কপটতাতে আক্রান্ত হতে হয়।
নিফাক হলো: ভন্ডামি, মুনাফিক, কপটতা ইত্যাদি
বিশেষ করে নিফাকে আমলী বা ছোট নিফাক এর অর্থ এ নয় যে, মানুষ মুনাফেকি বা কপটতা হতে বেচেঁ থাকা মানুষের জন্য অসম্ভব। যারা মুনাফেকিকে হালকা করে দেখে বা নিফাক হতে নিজেদের রক্ষা করার চেষ্টা কম করে তারাই মুনাফিকীতে আক্রান্ত হয়।
নিফাক মানুষের যাবতীয় ভাল ও প্রশংসনীয় গুণকে ছিনিয়ে নেয় ও ঘৃণার পাত্রে পরিণত করে। কুরআন করীমে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা তাদের গুণ ও তাদের তৎপরতা তুলে ধরে একটি সূরা নাযিল করেন। আমরা এ কিতাবের নিফাকের সংজ্ঞা।
প্রকার, মুনাফিকদের চরিত্র ও নিফাক থেকে বাচাঁর উপায় গুলো সংক্ষিপ্তকারে আলোচনা করব। যারা এ কিতাব লিখতে আমাদের সহযোগিতা করবে এবং মানুষের মধ্যে তা প্রকাশে অংশ গ্রহন করবে আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিচে অন্তর বিধ্বংসী বিষয় নিফাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.44 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ সালেহ আল- মুনাজ্জিদ অনুবাদঃ জাকের উল্লাহ আবুল খায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ