অন্ধ অনুসরণ হতে সাবধান
অন্ধ অনুসরণ হতে সাবধান pdf বই ডাউনলোড। কোনো দলীল ছাড়া কিংবা শরয়ী দলীলের বিরোধিতায় নিজ পিতৃপুরুষ বা পূর্বসূরীদেরকে অন্ধ অনসুরণ করা চরম ভ্রষ্টার বৈ কিছুই নয়। আর এটাই হলো কাফেরদের গোমরাহী ও কুফুরীর অন্যতম কারণ; তা আজকের হোক কিংবা পূর্বকালের । তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কারো।
তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদের ওপর পেয়েছি, তারই অনুসরণ করবো। যদি শয়তান তাদেরকে জলন্ত আগুনের (জাহান্নামের) শাস্তির দিকে ডাকে তুবও কি তারা পূর্বপুরুষদের অনুসরণ করবে? (সূরা লুকমান:২১) ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তরের আমল দ্বীনদারি pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- মরু সিংহ pdf বই ডাউনলোড
- অন্তরের ব্যাধিসমূহ তাদের চিকিৎসা pdf বই ডাউনলোড
এরূপ তাকলীদের মানে হলো-বড়দের প্রতি অতিরিক্ত সম্মান দেখানো: আর এমন ধারণা পোষণ করা যে, তাদের দ্বারা কোনো ভূলই হতে পারে না। আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে- মুসলিমদের কিছু নেতৃত্বশীল ব্যক্তিত্বের ব্যাপারে; যারা তাগুতকে সন্তুষ্ট রাখার লক্ষ্যে দ্বীনকে এবং এর মৌলিক বিষয়াদিকে বিকৃত করে।
প্রত্যেক মুসলিমের ওপর আবশ্যক হচ্ছে-তারা মানুষের কর্তৃত্ব থেকে বের হয়ে আল্লাহ ও তারঁ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের অভিভাবকত্ব গ্রহণ করবে। এ ক্ষেত্রে অনুসরণ করতে হবে উত্তম লোকদের যেমনি আল্লাহ তাআলা বলেন- তোমাদের অভিভাবক তো আল্লাহ, তারঁ রাসুল ও মুমিন বান্দাগন। সুরা মায়েদা :৫৫।
তোমনিভাবে প্রত্যেক মুসলমানদের ওপর এ কথা জানা আবশ্যক যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর এ উম্মতের কেউই মাসুম নন। আর যে কোনো ব্যক্তি যে কোনো সময় তার পূর্ব অবস্থাতে ফিরে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে। একদল লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোহবত পেয়েছিলেন;
কিন্তু তারা তারঁ ওফতের পর মুরতাদ হয়ে যায়। এটা ছিল তাকদীরের লিখন। আবুদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাঃ ইরশাদ করেন- আল্লাহর শপথ ! যার হাতে আমার প্রাণ। তোমাদের মধ্যে কেউ জান্নাতী ব্যক্তির মতো আমল করতে থাকবে।
নিচে অন্ধ অনুসরণ হতে সাবধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দাউল ইরফান বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 1.31 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখ আবু মুহাম্মাদ আইমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ