অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা
অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড।একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটি কাজ কুরআন ও সুন্নাহর আলোকে, ইসলামী শরীয়তের বিধি-বিধান অুনসারে সম্পাদন করা আবশ্যক। তাই শরীয়তের মাসআলা -মাসায়েল জানা থাকা প্রত্যেক মুসলিমের জন্যই একান্ত জরুরী। আল- কুরআন এবং কুরআনের ব্যাখ্যারূপ আল- হাদীসই মানব জাতির জীবন বিধান।
সকল মানুষের পক্ষে শরীয়তের সকল বিধি-বিধান বুঝা ও সে অনুসারে জীবন-যাপন করা সম্ভব নয়। রাসুল আকরাম সাঃ এর জীবদ্দশায় শরীয়তের বিষয়ে কোন সমস্যা দেখা দিলে সাহাবায়ে কিরাম মহানবী সাঃ -এর কাছ থেকে সরাসরি তা জেনে নিয়ে সে অনুযায়ী জীবন-যাপন করতেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অপরিচিতা pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- মরু সিংহ pdf বই ডাউনলোড
- অন্য রকম কষ্ট pdf বই ডাউনলোড
সাহাবায়ে কিরাম ও তাবেয়ীনের যুগে কুরআন -হাদীস ও ইসলামী শরীয়তের বিষয়ে যারাঁ অধিকতর ব্যুৎপত্তি সম্পন্ন ছিলেন তারাঁই মুসলমানদের জীবন-যাপনের অপরিহার্য প্রয়োজনে কুরআন -হাদীসের আলোকে শরীয়তের বিধি-বিধান ও ফাতওয়া প্রদান করতেন। পরবর্তীতে আইম্মায়ে মুজতাহিদীন বিশেষত ইমাম আযম আবূ হানিফা রা, ইমাম মালিক ইবন আনাস র. ।
ইমাম শাফেঈ র ও ইমাম আহম্মাদ ইবন হাম্বল রহ-সহ প্রসিদ্ধ কয়েকজন ইমাম ব্যাপক গবেষণা ও পুঙ্খানুপঙ্খ বিচার -বিশ্লেষনের মাধ্যমে ইসলামী শরীয়তের বিধি-বিধান নির্ধারণ করে দেন। তাদেরঁ এই অনন্যসাধারণ ইজতিহাদ কর্মের ফলে মুসলমানগণ জীবনের যে কোন সমস্যা ও জিজ্ঞাসার শরীয়তসম্মত সদুত্তর পাওয়ার সুযোগ লাভ করেন।
শরীয়তের বিধি-বিধান সম্বলিত ফিকহ ও মাসায়েলের প্রায় সব গ্রন্থই আরবী ভাষায় রচিত। কাজেই বাংলাভাষী মুসলমানদের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জরুরী ফাতাওয়া ও মাসাইল শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশবরেন্য।
আলিমগনের সমন্বয়ে সম্পাদনা পরিষধ গঠন করে ফাতাওয়া ও মাসাইল শিরোনামে গবেষণা বিভাগ বৃহৎ কলেবরে (৬ খন্ডে )গ্রন্থটি প্রকাশ করে। উল্লেহ, আমাদের উপমহাদেশের অধিকাংশ মুসলমানই হানাফী ফিকহর অনুসারী।
নিচে অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 5.55 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ