অপরিহার্য শরিয়াহ pdf বই ডাউনলোড। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনোই সত্যিকার ইলাহ নেই, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মাদ সাঃ হলেন আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। প্রথমত., আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদাহে- ঈমান হল স্বীকৃতি এবং আমি অর্থাৎ অন্তরও মুখের দ্বারা স্বীকৃতি দেওয়া এবং হৃদয়, জিহ্বা ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা আমল করা। এই সবকিছুর দ্বারা আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, এবং অবাধ্যতার দ্বারা ঈমান কমে।
ঈমান যে স্বীকৃতি এবং আমল উভয়েরই সমষ্টি-তাতে কোনোই সন্দেহের অবকাশ নেই। এই ব্যাপারে উম্মাহর আলিমগণ, সালাফগণের ইজমা এক্যমত সাব্যস্ত হয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ রহঃ বলেন-এই ব্যাপারে সালফগণের ইজমা হয়েছে যে ঈমান হল স্বীকৃতি এবং আমল এটা বাড়ে এবং কমে। আর এর অর্থ হলে অন্তরের স্বীকৃতি ও অন্তরের আমল , মুখের স্বীকৃতি এবং বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গের আমল। -মাজমুউল ফাতওয়া, ৭/৬৭১।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হক্ব বাতিলের চিরন্তন দ্বন্দ্ব pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
- আল কুরআনে রাষ্ট্র ও সরকার pdf বই ডাউনলোড
- কাদিয়ানী ধর্ম pdf বই ডাউনলোড
দ্বিতীয়ত ঈমানের এই সংজ্ঞার ওপর ভিত্তি করেই আল্লাহর জমিনে আল্লাহর শরিয়াহ দিয়ে শাসন করার বাধ্যবাধকতার ব্যাপার এবং শরিয়াহ ছাড়া ভিন্ন কিছু দিয়ে শাসন করার শাসকবর্গের কাফির আগে থেকে মুসলিম হলে মুরতাদ হওয়ার ব্যাপার কিতাবুল্লাহ, সুন্নাহ এবং উম্মাহর মহান ইমামগণের ইজমা দ্বারা সাব্যস্ত হয়।
এই রিসালাহ প্রথমে আল্লাহ বিধান দিয়ে শাসনের ব্যাপারে প্রথমে কিতাব সুন্নাহ ও উম্মাহর ইমামগণের বক্তব্য এবং শষে ইবনু আব্বাস এর থেকে কুফুর দুনা কুফর সংক্রান্ত বক্তব্যোর ব্যাপারে আলোপাত ধরা হবে ইনশা আল্লাহ। । উেল্লখ্য, এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর সমস্ত বক্তব্য একত্রীকরণ করা দুরূহ; কেননা এই ব্যাপারে বক্তব্যের সংখ্যা রীতিমত অগণিত।
তাই এখানে কেবল প্রসিদ্ধ কয়েকজন ইমামদের বক্তব্যগুলোই তুলে ধরছি। সত্যান্বেষীদের জন্য এতটুকুই হক স্পষ্ট করতে যথেষ্ট ইনশা আল্লাহ। আর যারা ফাকঁফোকর খুজেঁ বেড়ায়, একই সাথে উল্লেখ করে দেওয়া প্রয়োজন যে, এই ব্যাপারে কিতাব ও সুন্নাহর দলিলেল পর সমস্ত ইমামদের বক্তব্যগুলোর মধ্যে ইমাম ইবনু তাইমিয়্যাহ রহঃ ইমাম ইবনুল কায়্যিম রহঃ।
এবং ইমাম ইবনু কাসির রহঃ-এর জামানা আমাদের জামানার সাথে প্রেক্ষাপটের প্রায় হুবহু মিল রাখে। ইতিহাসে এই তিনজ বিদগ্ধ ইমামই তাতারদের ফিতনাহের সমসাময়িক ছিলেন। তাতাররা তখন মুখে ইসলাম কবুল করলেও আল্লাহর বিধান দিয়ে শাসন না করে ওদের নিজেদের রচিত আল- িইয়াসিক নামক সংবিধান দিয়ে বিচার-ফায়সালা হয়।
নিচে অপরিহার্য শরিয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.17 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | তানভীর আহমেদ |
অনুবাদঃ |