অবশেষে সত্যপথের সন্ধান পেলাম
অবশেষে সত্যপথের সন্ধান পেলাম pdf বই ডাউনলোড। আরবী এবং ইসলামী গবেষণা পরিষদের মক্কায় অনুষ্ঠিতব্য প্রথম সম্মেলনে যোগদানের জন্য, তিউনিয়িসার জাতীয় গবেষণা পরিষদ তিউনিসিয়ার প্রেরিত ছয় জনের সাথে আমার নামও অন্তুর্ভুক্ত করে দেয়; যারা মক্কা কনফারেন্সে প্রতিনিধি হিসাবে অংশগ্রহন করেন। তখন আমার বয়স ছিল মাত্র ষোল বৎসর।
আর সে জন্যেইগোটা প্রতিনিধি দলে নিজেকে ছোট ও খুবই সাধারণ মনে হতে থাকে। কারন-দলের দুজন ছিলেন অধ্যাপকন, তৃতীয়জন ছিলেন লেখক, পঞ্চমজনের পরিচয় আমার মনে নেই, তবে সম্ভবত তৎকালীন শিক্ষামন্ত্রীর কোন নিকটআত্মীয় হবে হয়তো।
আরও দেখুনঃ অপূর্ব অপেরা pdf বই ডাউনলোড
আমাদের এই ভ্রমণটা ছিল মূলত অনির্ধারিত, ফলে নিজ শহর কাফসা থেকে রওনা হওয়ার পর প্রথমে আমরা এথেন্স যাই, যেখানে তিন দিন অপেক্ষা করে আম্মামে পৌঁছি । সেখানেও চার দিন অবস্থান করি, তারপর সৌদি যাই। সম্মেলনে যোগদানের সঙ্গে সঙ্গে আমরা তখন পবিত্র হজ্জ এ উমরা কাজ সম্পাদন করি।
আল্লাহর ঘরে প্রথম বারের মত প্রবেশ করতেই মনে হয়, আমি যেন আমার অনুভুতি শক্তি হারিয়ে ফেলেছি; মন ছটফট করছিলো যেন হাড্ডিমাংস চিরে বেরিয়ে এসে খোদায়ী নিদর্শন, পবিত্র বায়তুল হারামকে দুচোখ ভরে দেখব; যাকে দেখার জন্য দিবারাত্র কতই না স্বপ্ন দেখেছি।
আরও দেখুনঃ অপারেশন মাজার ই শরীফ pdf বই ডাউনলোড
চোখের পানির বাধ ভাঙ্গা প্লাবন নেমে আসে দুচোখে ভরে । মনে হয় আমি নিজেকে কোথায় যেন ডুবিয়ে দিয়েছি। তখন মনে হচ্ছিলো ফেরেস্তা স্বয়ং আমাকে উঠিয়ে হাজীদের উপর দিয়ে বলাকার মত কাবার ছাদে নিয়ে গেছে, আর আত্মহারা আমি সেখানে সবশক্তি দিয়ে তলবিয়া ঘোষনা করছি।
লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক আমি হাজির প্রভূ, তোমার দরবারে হাজির। সঙ্গী হাজিদের তালবিয়া শুনে আমার মন হলো বেচারারা হজ্বের জন্য টাকা-পয়সা, মাল।
আরও দেখুনঃ অপারেশন মরু প্রান্তর pdf বই ডাউনলোড
-সামানা তৈরি করতে ও প্রস্তুতি নিতে নিতেই জীবন সাহাহেৃ এসে গেছে -তারা কি করে আমার মত বেগবান ও জজবাপূর্ণ হবে? আমি আল্লাহর রহমতে কোন প্রস্তুতি ছাড়াই, হঠাৎ করে এখানে এসে গেছি।
নিচে অবশেষে সত্যপথের সন্ধান পেলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 19.3 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ডঃ মুহাম্মদ আল তিজানি আল সামাভী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ