অবাঞ্ছিত উইল
অবাঞ্ছিত উইল pdf বই ডাউনলোড। ইয়াছিন সাহেব মেহেরপুরের চৌধুরী ষ্টেটের মালিকের বংশধর। উনার দাদা গাফফার চৌধুরী জমিদার না হলে ও জমিদারের মত তারঁ সব কিছু ছিল। মেহেরপুরের আশ পাশের কয়েকটি গ্রামে উনার প্রচুর জমি- জায়গা, আগান,-বাগান এবং তিন চারটে জল মহুল ছিল। এখন অত কিছু না থাকলেও যা আছে তা কম না। মালিকের উদাসীনতার সুযোগে কর্মচারীরা নিজেদের আখের গুছিয়ে চলেছে। তাই বর্তমানে যিনি মালিক, তিনি দাদার আমলের ঠাট বজায় রাখলে ও চৌধুরী ষ্টেটের সেই ঐতিহ্য আর নেই।
গাফফার চৌধুরীর দুই ছেলে। বড় ছেলের নাম আঃ বাসেত। আর ছোটর নামঃ আলিম। বাসিত কিছুটা উচ্ছঙ্খল হলেও আঃ আলিম বেশ ধার্মীক। আঃ বাসিতের এক ছেলে। নাম মেসবাহ উদ্দিন। আঃ আলিমের এক ছেলে এক মেয়ে।
আরও দেখুনঃ অবাক সেনাপতি pdf বই ডাউনলোড
ছেলের নাম ইয়াছিন আর মেয়ের নাম জেবুন্নেশা। জেবুন্নেশা খুব সুন্দরী ছিলেন। কিন্তু বোবা। মেসবাহ উদ্দিন ও ইয়াছিন দু চাচাতো ভাইয়ের মধ্যে বেশ সখ্যতা ছিল। ইয়াছিনের আব্বা আঃ আলিম গাফফার চৌধুরী বেবেঁ থাকতে মারা যান। ইয়াছিন ও মেসবাহ উদ্দিন তখন ইন্টারে পড়ে।
একটা অবৈধ সম্পর্ক কতটা মারাত্ম হতে পারে তা এটার বৈশিষ্ট।
মেসবাহ উদ্দিন আই , এ পাশ করে পড়াশুনা বন্ধ করে দেন। সেই সময় প্রথম যৌবনের তাড়ানায় ও শয়তানের প্ররোচনায় মেসবাহ উদ্দিন চাচাতো বোন জেবুন্নেশার সাথে অবৈধ মেলামেশা করে। ফলে জেবুন্নেশা গর্ভবতী হয়ে পড়েন। আঃ আলিমের স্ত্রী ফারজানা বেগম জানতে পেরে ভাসুর আঃ বাসিতকে ঘটনাটা জানিয়ে তাদের বিয়ে দিয়ে দেবার কথা বলেন।
আরও দেখুনঃ অবশেষে সত্যপথের সন্ধান পেলাম pdf বই ডাউনলোড
কিন্তু উনি ও উনার ছেলে মেসবাহ উদ্দিন কেউই রাজি হলেন না। বরং এই ব্যাপার নিয়ে আঃ বাসিত ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাটি করেন। আঃ আলিম মারা যাবার তিন. মাস পর গাফফার চৌধুরী ও মারা যান।
তাই জেবুন্নেশার বিয়ের কথা বলতে এলে আঃ বাসেত রাগারাগি করতে করতে এক সময় বললেন, আঃ আলিম আব্বা বেছে থাকতে মারা গেছেন, তুমি বা তোমার ছেলে এই সম্পত্তি থেকে কিছুই পাবে না। দয়া করে থাকতে ও থেকে পরতে দিচ্ছি সেটাই যথেষ্ট।
আরও দেখুনঃ অবশেষে মিলন pdf বই ডাউনলোড
নিচে অবাঞ্ছিত উইল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 24.5 MB প্রকাশ সালঃ ১৯৯২ ইং বইয়ের লেখকঃ কাসেম বিন আবু বাকর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ