অবিশ্বাসের বিভ্রাট pdf বই ডাউনলোড । হকের সাথে বাতিলের সংঘর্ষ চিরন্তন ও বাস্তব সত্য। সৃষ্টির শুরু থেকেই হকের সাথে বাতিলের এই দ্বন্দ্ব চলে আসছে। চিরশত্রু শয়তান আল্লাহর সাথে তার কৃত ওয়াদা মোতাবেক সবসময় ব্যস্ত আল্লাহর বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে নিতে।
শয়তান বিড়ালের মত পায়ের আওয়াজ না করে সামনে আসে, কখনো বা পেছনে থেকে হামলা করে, কখনো বা দোস্তের রুপ ধরে আসে। প্রতিদিন চলতে থাকে তার শিডিউল। সে সবসময়ই ব্যস্ত মানুষকে তার মত অভিশাপের রাস্তা দেখিয়ে দিতে। কারণ সে চায় জাহান্নামে তার সঙ্গী বৃদ্ধি করতে। অল্প অল্প করে একসময় ঈমানটা ছোঁ মেরে নিতে সে বড়েই পারদর্শী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অবিশ্বাসের ভাইরাস pdf বই ডাউনলোড
- অবিশ্বাসের অযৌক্তিকতা pdf বই ডাউনলোড
- অবিশ্বাসের অসুখ pdf বই ডাউনলোড
- কখনও ঝরে যেও না pdf বই ডাউনলোড
- অবৈধ অরণ্য pdf বই ডাউনলোড
সে জানে কিভাবে ফাঁদ পাততে হয়, কীভাবে ঈমান চুরি করতে হয়। শয়তানের অজস্র ফাঁদের মধ্যে সবচেয়ে ভয়ানক ফাঁদ অবিশ্বাস বা কুফর। অবিশ্বাসের বিষাক্ত তীর দিয়ে মানুষের ঈমানকে সে রক্তাক্ত করতে চায়, তার ইচ্ছা সুপ্ত ঈমানের বীজ চারা হয়ে ওঠার আগেই তাকে পায়ের তলে পিষে খতম করে দিতে।
আর মূল তার লক্ষ্য তো একটাই যে সে ঈমানের উপর হামরে তাকে ছিন্নভিন্ন করবে। বা তাকে দুর্বর করে দেওয়ার চেষ্টা করবে। শয়তানের কাজে সহযোগিতার জন্য আছে তার অগণিত সঙ্গী, জীন ও মানুষ সাথী। কারণ শয়তান জানে ঈমান এমন এক সম্পদ যার বিন্দুমাত্র অস্তিত্ব থাকা পর্যন্ত তার উদ্দেশ্য পরিপূর্ণ বাস্তবায়ন হতে পারে না।
তার খুব ভালো জানা আছে ঈমান একসময় না একসময় মানুষকে চিরন্তন সাফল্যের পথ দেখাবে, এর এটাও সে জানে এই ঈমান না থাকাই মানুষকে চিরন্তন ব্যর্থতার পথের সন্ধান দিবে। আর তাই শয়তানের মুল লক্ষ্য সেই ঈমান সেই বিশ্বাস। বিশ্বাস নষ্ট হওয়া মানে মানুষের অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়ে যাওয়া।
বিশ্বাস নষ্ট করা মানুষকে হত্যা করার চাইতেও ভয়ানক, কেননা। শারিরীক মৃত্যু যতটা না যন্ত্রনার তার চাইতে ঢের যন্ত্রণার যখন বিশ্বাসে ঘুন ধরে, বিশ্বাস যখন গলতে শুরু করে, বিশ্বাস যখন বন্ধ্যা হয়ে যায়। এখানে বিশ্বাস মানে ঈমান। বিশুদ্ধ ঈমান। যেই ঈমানের কারণেই মানুষের অস্তিত্বের সুত্রপাত, আর তার সাফল্যের পূর্ণতা।
নিচে অবিশ্বাসের বিভ্রাট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মিনারাহ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 19.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |