অমানিশার আলোকমালা pdf বই ডাউনলোড। নিঃসীম অন্ধকারে দাঁড়িয়ে সেই আলোর দিশারী। যাঁর আলো জ্যোতির্ময়-মহান প্রভুর আলোয় আলোকিত। আদিগন্ত ছড়ানো তাঁর দ্যুতি, যাঁর স্পর্শ সর্বত্রগামী। হৃদয়ে হৃদয়ে সঞ্চারিত। মরুময়, ঊষরভুমি আরবের এই উজ্জ্বল আলোর মানুষটি ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাঃ।
যার আবির্ভাবে আলোকিত হয়েছে সে সময়কার অগণন মরুচারী বেদুঈন মানব-মানবী। যাঁদের আজীবন লালিত অবিশ্বাসী হৃদয়ে এসেছে তৌহিদের স্বচ্ছ বোধ ও বিশ্বাস। সেই সঙ্গে মনুষ্যত্ব ও মানবতা বোধকে উদারভাবে গ্রহণ করার অদম্য ইচ্ছ। ইসলামের সূচনাপর্বে তাঁদেরই কয়েকজন বিশ্বাসী ও রাসুল প্রেমিক সাহাবীদের নির্ভৃত জীবনের কথা নিয়েই সাজানো হয়েছে এ বইয়ের সংক্ষিপ্ত কলেবর।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সৎ মানুষের হৃদয়ে শয়তান pdf বই ডাউনলোড
- কি হবে বেচেঁ থেকে pdf বই ডাউনলোড
- খেলাধুলা ও বিনোদন pdf বই ডাউনলোড
- আলোর কাফেলা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আলোর কাফেলা ২য় খন্ড pdf বই ডাউনলোড
হেরার নিঝুম-নিভৃত গুহাবাস থেকেই রাসূল সাঃ কালিমার দাওয়াত দেয়ার জন্য আদৃষ্ট হয়েছিলেন। কম্পিত কায়া আর অস্থির অন্তর নিয়ে রাসূল ফিরে এলেন স্বগহে। প্রিয়সঙ্গিনী, প্রিয়ধর্মিনীর কাছে। সেই মহান সত্তার অনুভবের কথা, সেই জৌতির্ময় বাণীবাহকের মধুর আলিঙ্গণের কথা, স্পষ্ট শব্দ ধ্বনি ইকরা বিসমি রাব্বিকাল্লাজির কথা সবিস্তরে বললেন তাঁকে।
পরশ প্রভুর বন্ধুতা, তারঁ দ্বীন প্রচারের দায়বদ্ধতা তাঁকে আরো গিয়েছিলেন অশীতিপর বৃদ্ধ চাচাত ভাই আরাকা বিন নওফেলের কাছে। নিরসন হলো সমস্যা, দ্বিধা-দ্বন্ধের। তাওরাত ও ইঞ্জিলে পন্ডিত প্রবর বৃদ্ধ স্বীকার করলেন নবুয়তকে, তাঁর রিসালাতকে চিহিৃত করলেন দীপ্ত কন্ঠে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
বদর থেকে বালাকোটের পর অমানিশার আলোকমালা বেরুলো। এতে ইসলামের ইতিহাসের উন্মোষ পর্বের চৌদ্দজন সাহাবার ইসলাম গ্রহণের পূর্বাপর ঘটনার বিবরণ দেয়া হয়েছে। কথা সাহিত্যের আকারে তাঁদের পরিবেশ, পেশা, জনজীবনে তাঁদের সম্পৃক্ততা ও জীবনের সংক্ষিপ্ত পরিচয়কে তুলে ধরার চেষ্টা করেছি। তাঁদের হৃদয়ের ব্যাকুলতা, মহান আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস ও রাসূলের সাঃ প্রতি ভক্তি-ভালবাসার বিষয়কে অনুভবের আঙিনায় আনতে চেষ্টা করেছি। জানি না প্রিয় পাঠক-পাঠিকা কীভাবে তা গ্রহণ করবেন।
নিচে অমানিশার আলোকমালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আহসান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সাহাবাদের ইসলাম গ্রহন |
বইয়ের সাইজঃ | 3.25 MB |
প্রকাশ সালঃ | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | বদরুজ্জামান |
অনুবাদকঃ |