অমীমাংসিত রহস্য pdf বই ডাউনলোড। জিন ইবনে কানজুর, তার বয়স ১৮০ বছর। মানুষের জীবৎকালের তুলনায় ১৭-১৮ বছরের বালক। তার পিতা হুদের বয়স ছিল ৯৫০ বছর। তার দাদা প্রথম আকাশের ফেরেশতাদের ওপর নাজিল করা গায়েবি বিষয়ের তথ্য চুরি করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে উল্কাপিন্ডের গজবে পতিত হয়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে জিনদের প্রবেশাধিকার ছিল আসমানে, কিন্তু তারপর তা মহান আল্লাহ পাক সুরক্ষিত করেন। তিনি কুরআনে ঘোষণা করেন,
আমি নিকটবর্তী আসমানকে তারকাবাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি। আর এটা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে। যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (*উল্কাপিন্ড) তাদেরকে তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি। তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জলন্ত উল্কাপিন্ড তার পিছু নেয়। -সুরা সফফাত,৬-১০।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অমীমাংসিত মহাপ্রশ্ন pdf বই ডাউনলোড
- মানুষের উপর জ্বিনের আছর pdf বই ডাউনলোড
- মানব দেহের অলৌকিক রহস্য pdf বই ডাউনলোড
- মরণ রহস্য pdf বই ডাউনলোড
- কোরআন মজিদের গোপন রহস্য pdf বই ডাউনলোড
এই জিন থাকত ভারতের মুম্বাইয়ে। শুরুর দিকে ছিল পিতামাতার মতো নাস্তিক। পরে ইসলাম গ্রহণ করে মিশরের গবেষখ ও সাংবাধিক ইসা দাউদের এক আত্মীয়ের নিকটে। এরপর তার হাতে মুসলিম হয় ১০ হাজার জিন। একদা জিনদের জগতে তার ক্ষমতা ছিল বিশাল, কেননা সে আগে নাস্তিক বা খ্রিষ্টান থাকতে করেছে ইবলিশের হয়ে নানা কাজ। কিন্তু ইসলাম গ্রহণের পর ইসলামের জন্য উৎসর্গ করা শুরু করে তার সম্পূর্ণ ক্ষমতা
ইবনে কানজুর জিনদের জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করে; আরও জানায় ইবলিশের গোপন আস্তানার কথা, যেখান থেকে সকল শয়তানির কলকাঠি নাড়ে ইবলিশ; UFO তথা ফ্লাইং সোসার; ডেভিড কপারফিন্ডের জাদুরহস্য; বারমুডা ট্রাইঅ্যাংগেল জাহাজ ও প্লেনের গুম হওয়া এবং এলিয়েন ভন্ডামিসহ বিভিন্ন রহস্যের সমাধান।
এই সাক্ষাৎকারের জন্য ইবনে কানজুরকে অনুরোধ করা হয় মানুষের রূপে আসতে। শুরুতে ইবলিশ কর্তৃক প্রাণনাশের ভয়ে নানা তথ্য গোপন করতে চাইলেও ইসা দাউদের নিজস্ব গবেষণা ও তার রহস্য সমাধানের সপ্রতিভতা, যুক্তি, জ্ঞান ও যোগ্যতা দেখে সে হতবাক হয় এবং জবাব দিতে হয় অনেকটা বাধ্য। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে অমীমাংসিত রহস্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রহস্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 161.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শিব্বির আহমেদ উসমানী |
অনুবাদকঃ |