অমুসলিম দেশে মুসলিম পর্যটক
অমুসলিম দেশে মুসলিম পর্যটক pdf বই ডাউনলোড। আমেরিকায় চার প্রকারের মুসলমান রয়েছে। প্রথম, সেসব মুসলমান, যারা মূলত অন্য কোন মুসলিম দেশের বাসিন্দা, কিন্তু চাকুরী, ব্যবসা বা শিক্ষা উদ্দেশ্য আমেরিকায় বাস করছে। দ্বিতীয়, সেসব মুসলমান, যাদের পিতা ও পিতামহ অন্য কোন মুসলিম দেশের বাসিন্দা ছিল এবং যে কোন কারণে দেশ ত্যাগ করে এখানে এসে বসবাস শুরু করেছে।
বর্তমানে তাদের বংশধরগণ আমেরিকাতেই বেড়ে উঠেছে। তাদের জীবন -যাপন পদ্ধতিতে তাদেরকে ১০০ভাগ আমেরিকান মনে হলেও আকীদার দিক থেকে তারা নিজেদেরকে মুসলমান বলে স্বীকার করে।
আরও দেখুনঃ অমীমাংসিত মহাপ্রশ্ন pdf বই ডাউনলোড
তৃতীয়, কৃষ্ণাঙ্গ নওমুসলিম, যাদের মধ্যে বিরাট সংখ্যক এলিজার অনুসারী, যে মূলত মুসলমান নয়। আর কিছু আছে প্রকৃত মুসলমান, তারা বিভিন্ন মুসলিম সংগঠনের তালীম ও তাবলীগের উসিলায় ইসলাম গ্রহণ করেছে, কিংবা শুরুতে তারা এলিজার অনুসারী ছিল, পরে তার প্রকৃত স্বরূপ উন্মোচিত হওয়ায় সঠিক অর্থেই ইসলাম কবুল করেছে।
এই শ্রেণীর কৃষ্ণাঙ্গ নওমুসলিমদেরকে সাধারণত বেলালী মুসলমান বলা হয়। চতুর্থ,শ্বেতাঙ্গ নওমুসলিম। এরা আমেরিকান বংশের সেসব লোক, যারা বিভিন্ন মুসলিম সংগঠনের তালীম ও তাবলীগের দ্বারা মুসলমান হয়েছে এফ. আই. এ (যার ব্যবস্থাপনায় এই কনভেনশন হচ্ছিল) যদিও সাংবিধানিকভাবে উপরোক্ত চার প্রকারের মুসলমানেরই সংগঠন।
আরও দেখুনঃ অমিয় বাণী pdf বই ডাউনলোড
কিন্তু কার্যত তাতে প্রথম দুই প্রকারের মুসলমান বেশি এবং শেষ দুই প্রকারের মুসলমান কম। এই সংগঠনের প্রধান হর্তাকর্তা কোন কোন জায়গায় কিছু আরব মুসলমান, আর কিছু কিছু জায়গায় উপরোল্লিখিত দ্বিতীয় প্রকারের আমেরিকান মুসলমান। এই সংগঠনের সাথে আমেরিকার বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংগঠন জড়িত
আছে। এই কনভেনশনে তাদের সকল সংগঠনের প্রতিনিধিদেরকে দাওয়াত করা হয়েছিল। এছাড়া সৌদী আরব,মিসর, সিরিয়া, জর্দান, লেবানন ও পাকিস্তান থেকেও বিভিন্ন ব্যক্তিকে দাওয়াত করা হয়েছিল। কনভেনশনের আসল উদ্দেশ্য যা সেখানে গিয়ে জানতে পারি।
আরও দেখুনঃ অভিমানী বউ pdf বই ডাউনলোড
নিচে অমুসলিম দেশে মুসলিম পর্যটক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 10.0 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ জাস্টিস মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী অনুবাদঃ মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ