অযাহাক্বাল বাত্বিল pdf বই ডাউনলোড। হক বাতিলের লড়াই চিরন্তন। পরন্ত সকলের দাবী, তারাই হকপন্থী। আর মুশকিলটা সেখানেই। তাছাড়া ফারয়ী বা গৌণ বিষয়ে ইখতিলাফ বা মতভেদ তো থাকবেই। সাহাবাদের মাঝেও ইখতিলাফ ছিল। আর মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ তোমার প্রতিপালক ইচ্ছা করলে তিনি সকল মানুষকে এক জাতি করতে পারতেন।
কিন্তু তারা সদা মতভেদ করতেই থাকবে। তবে যাদের প্রতি তোমার প্রতিপালক দয়া করেন তারা নয়, আর এ জন্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। (হূদঃ ১১৮-১১৯)।
আরও দেখুনঃ শোকার্তের দীর্ঘশ্বাস প্রথম খন্ড pdf বই ডাউনলোড
কিস্তু সে মতভেদ নিয়ে দ্বন্দ্ব এবং তার সাথে কাদা ছুড়াঁছুড়ি করে দুশমস হাসানো কোন পক্ষের জন্যই সমীচীন নয়। লক্ষ্যণীয় যে, নেতায়-নেতায় দ্বন্দ্ব ও তর্কাতর্কি কম হয় অথবা হয় না বললেই চলে। অনেক সময় বিরোধী দলের নেতার সাথে নিজেদের দলের নেতাকে এক টেবিলে বসে খাওয়া-দাওয়া বা খোশগল্প করতে দেখা যায়।
প্রতিটা মানুষকেই আল্লাহ নিজ হাতে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছেন।
পক্ষান্তরে দলের অনুসারীদের মাঝে দ্বন্দ্বের ঝড় অতি বেগে তছনছ করে। অনুরূপ দ্বীনের নানা মাযহাবের অনুসারীদের মাঝেও হয়ে থাকে, হতে পারে কারণ, তারা সাধারণ মানুষ এবং তারা তত্ত ও তথ্য সম্বন্ধে অজ্ঞ। কিন্তু কোন উচ্ছ পর্যায়ের আলেমের জন্য তা সাজে না। প্রতিপক্ষকে নানা অপবাদ দিয়ে ছোট করা মানায় না। আভাসে-ইঙ্গিতে ব্যঙ্গ করে লাঞ্চিত করা তারঁ মুখে-কলমে শোভা পায় না।
আরও দেখুনঃ ইসলাম ও শীয়া মাযহাব pdf বই ডাউনলোড
সাধারণ যালেম লোকে আগুন লাগালে আলেম-সমাজকে পানি ঢেলে নিভাতে হয়। পানির জায়গায় পেট্রোল ঢালা চলে না। নচেৎ সেই পরিণাম দেখতে হয়, যা মোটেই শুভ নয় এবং যা দুশমনে পছন্দ করে ও দোস্তে অপছন্দ। এই নিয়ে মুফতী সাহেব নিখুত কুরআন হাদিস ও ফিকহাহ এবং ইসলামী জাহানের সর্বজনমান্য আল্লামা পন্ডিত বর্গের মতাদর্শে যুক্তি বিজ্ঞান ও ।
দর্শনের কষ্টি পাথরে যাচাঁই করে যে বক্তব্য উপস্থাপিত করেছেন, উহাদের মাকড়সার জালের মতো যুক্তি ও প্রমাণকে মহিলাদের ঝাড়দ্বারা জালকে ছিন্ন-ভিন্ন করার মতো কটি কটি করে দিয়েছেন। সত্যিই বলেছেন মুফতী সাহেব। সহীহ হাদীস তাদেঁর কাছে মাকড়সার জাল! জানি না, তারঁ বিজ্ঞান ও দর্শনটা কী? আর সত্যিই তিনি উহাদের মাকড়সার জালের মতো যুক্তি ইত্যাদি।
আরও দেখুনঃ ইসলামে হযরত আবু তালিবের অবদান pdf বই
নিচে অযাহাক্বাল বাত্বিল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.29 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আব্দুল হামীদ মাদানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ