অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহ
অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহ pdf বই ডাউনলোড। নবাব ওয়াজেদ আলী শাহ-র এই জীবনী প্রকাশের প্রাককালে অনেকদিন আগেকার কথা মনে পড়ছে। নাবাবের নাম প্রথম শুনি পঞ্চাশ বছর আগে, ১৯৩৪ সালে; আমার কলেজ ছাত্র জীবনের ঠিক আগে। সেতারী ওয়ালিউল্লা খাঁর কাছে তখন সেতান বাজনা শিখতে আরম্ভ করেছি।। খাঁ ছিলেন মেটেবুরুজের বাসিন্দা ।
সেখানে থেকে আমাদের খিদিরপুরে শেখাতে আসতেন। তাঁ বাবা , বনামধন্য শরদী কৌকব খাওঁ অনেক বছর বাস করেছেন মেটেবুরুজে , প্রথমে জীবনে। কৌকবের জন্মও মেটেবুরুজে, তারঁ বাবা নিয়ামতুল্লা শরদী মেটেবুরুজ নবাব দরবারের নিযুক্ত থাকার সময়ে ।
আরও দেখুনঃ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা pdf বই ডাউনলোড
কৌকব খারঁ কবরও হয় মেটেবুরুজে। সুতরাং ওয়ালিউল্লা খারঁ সঙ্গে মেটেবুরুজের সম্বন্ধ তিন পুরুষেরা। তারঁ মুখেই ওয়াজেদ আলীর নাম প্রথম শুনেছি-মেটেবুরুজের নবাব হিসাবে । ওয়ালিউল্লাহ খারঁ কাছে যে বাড়িতে আমরা সেতার শিখতুম তার সামনেই ছিল এক নবাব বাড়ি। সেটি ওয়াজেদ আলী বংশীয় এক শাখার আবাস, খিদিরপুরে। আমাদের বসত বাড়িও তার কাছে। খিদিরপুরে আমার সেই আশৈশব আবাস।
সেই সেতারচর্চার পরিবেশে কজন প্রবীণ সঙ্গীতামোদীর সঙ্গে পরিচয় হয়। তারাঁও খিদিরপুর নিবাসী। আর খিদিরপুরের অতি নিকট মেটেবুরুজ বলে, তারাও ওয়াজেদ আলীর নাম করতেন তারঁ দরবারের সঙ্গে । সেই মেটেবুরুজ দরবারে নানা কলাবৎ ছিলেন, তাদেরঁ কানে আসত।
আরও দেখুনঃ অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই ডাউনলোড
তখন থেকে সাতচল্লিশ বছর আগেও নবাব ওয়াজেদ আলী জীবিত ছিলেন আর তারঁ বিখ্যাত সঙ্গীত দরবারও ছিল মেটে-বুরুজে ।আমার সেতারচ্র্চা ক বছরের মধ্যেই একেবারে বিসর্জন দিতে হয়, বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনের শেষেই ।
নিতান্ত বিরুদ্ধ পরিবেশে, পৈত্রিক ব্যবসায়ে আকন্ঠ ডুবে থাকতে হত, মহাযুদ্ধের মাঝামাঝি সময় থেকে। সঙ্গীতের সঙ্গে সাহিত্যচর্চা যেটুকু ছিল -মাসিকপত্রে কবিতা, গল্প লেখা বন্ধ হয়ে গেল। এক যুগ এই মরুজবীনে বিচরণের পর সাহিত্যজগতে আংশিক ফিরে আসি-প্রাণপন চেষ্টায় প্রাণেরই দায়ে, প্রাণের আরামে।
আরও দেখুনঃ অযাহাক্বাল বাতিল pdf বই ডাউনলোড
নিচে অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ শঙ্খ প্রকাশন বইয়ের ধরণঃ বাংলা সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 10.5 MB প্রকাশ সালঃ ১৯৮৪ ইং বইয়ের লেখকঃ দিলীপকুমার মুখোপাধ্যয় অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ