অর্থনীতিতে রাসূলের সাঃ দশদফা pdf বই ডাউনলোড। অর্থনীতি সমাজকাঠামো ও রাষ্ট্রব্যবস্থা পরিচালনার অন্যতম মৌল ভিত্তি। যুগে যুগে বিশ্বের নানা অঞ্চলে যেসব সভ্যতা গড়ে উঠেছিল তাদের প্রত্যেকেরই অর্থনৈতিক উন্নতি ও শ্রীবৃদ্ধি সমসাময়িক যুগে ছিল অবিশ্বাস্য। ঐসব সভ্যতার ক্ষমতাগর্বী শাসকগোষ্ঠী ও অমাত্যজন আল্লাহ ও তারঁ নবী-রাসূলদের শিক্ষা ভুলে সমাজে যে ভয়াবহ শোষণ ও নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাও ইতিহাসের অংশ হয়ে রয়েছে। মিসরীয় সভ্যতা, রোমান সভ্যতা, আসিরীয় সভ্যতাসহ পৃথিবীর সব উল্লেখযোগ্য প্রাচীন সভ্যতা শ্রমশোষণ ও বিপুল জনগোষ্ঠীর অধিকার হরণেরও ইতিহাস।
কালস্রোতে যেসব সভ্যতা বিলীন হয়ে গেছে। কিন্তু সেসবের প্রভাব ও আচরিত প্রথা বিলুপ্ত হয়নি। ফলে সমাজে অনাচার আর অত্যাচারের সয়লাভ বয়ে গেছে। তাই নির্যাতিত মানবতা মুক্তির প্রহর গুণেছে। অধীর আগ্রহে অপেক্ষা করেছে কবে তাদের অর্থনৈতিক বঞ্চনা ও হতাশা দূর হবে; শোষণের যাঁতাকল হতে কবে তারা নিস্কৃতি পাবে?
আরও ইসলামিক বই দেখুনঃ
- অর্থনীতিতে মুসলমানদের অবদান pdf বই ডাউনলোড
- রাসূলের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- হাদীস সংকলনের ইতিহাস pdf বই ডাউনলোড
রাজা বাদশাহ ও জমিদারের বিলাসিতার কড়ি যোগাতে না পারায় অগণিত বনি আদম বন্দীশালায় হিমশীতল মেঝেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুদের নাগপাশে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়া মানুষ ভিটেমাটি হতে উচ্ছেদ হয়েছে। যুগের পর যুগ নারীরা রয়ে গেছে সম্পত্তির অধিকার বঞ্চিত। ইয়াতীমরা হয়েছে সম্পত্তি হতে বিতাড়িত। সর্বনাশা জুয়ার খপ্পরে পড়ে অগনিত মানুষ হয়েছে সহায় সম্বলহীন।
ব্যবসায়িক অসাধুতার কারণে জনসাধারণের জীবনে উঠেছে নাভিশ্বাস আর হারাম উপার্জনের জৌলুসের কাছে পরাস্ত হয়েছে মেহনতী মানুষের পূত পবিত্র অনাড়ম্বর জীবন। অমানিশার এই গাঢ় অন্ধকার দূর করতে আল-কুরআনের আলোক বর্তিকা হাতে নিয়ে আজ হতে প্রায় দেড় হাজার বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ (সাঃ) ।
নবুয়ত পূর্ব যুগের চল্লিশ বছরে রাসূলে আকরাম হযরত মুহাম্মদ সাঃ- খুব ঘনিষ্ঠভাবে আরব ভূখন্ডের জনগণের জীবনধারা প্রত্যক্ষ করেছিলেন। সমাজে বিরাজমান শোষণ নির্যাতন তাঁকে গভীরভাবে আন্দোলিত করেছিল। মুক্তির পথ খুঁজতে তিনি তাই হেরা গুহায় নিবিষ্ট মনে চিন্তা করেছেন মাসের পর মাস, বছরের পর বছর।
তারপর এক শুভক্ষণে মহান রাব্বুল আলামীনের নির্দেশ নিয়ে আর্বিভূত হলেন হযরত জিবরাইল আ.। শুরু হলো মানব ইতিহাসের এক নতুন অধ্যায়। মানবতার মুক্তির সনদ এখন রাসূলেরই সাঃ- হাতে। এই বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে অর্থনীতিতে রাসূলের সাঃ দশদফা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.65 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাহ মুহাম্মদ হাবীবুর রহমান |
অনুবাদকঃ |