অলী আওলিয়াদের অসীলা গ্রহন
অলী আওলিয়াদের অসীলা গ্রহন pdf বই ডাউনলোড। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে বা ইসলাম সম্পর্কে উদাসীনতার কারণে ইসরাম ধর্মের নামে অনেক অনাচার,কুসংস্কৃতি, শিরক ও বিদআত প্রচলিত আছে ও প্রচলন ঘটছে।
এর মধ্যে একটি হল, অলী আওলিয়াদের অসীলা দিয়ে দুআ -প্রার্থনা করা, তাদের কাছে সাহায্য চাওয়া, তারা ভাল-মন্দ কিছু করতে পারে বলে বিশ্বাস রাখা, তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যাবে বলে বিশ্বাস করা।
আরও দেখুনঃ অলসতা করে নামায বর্জন pdf বই ডাউনলোড
এর উদ্দেশ্য তাদের কবর যিয়ারত করা, তাদের কবর তওয়াক করা, কবরে উরস উৎসব আয়োজন করা ইত্যাদি। অনেক মুসলিম এ সকল কাজ এ ধারণার ভিত্তিতেই করে যে, এই কবরে শায়িত অলী আওলিয়ারা আমাদের প্রতি সন্তুষ্টি হলে আল্লাহর রহমত লাভ করা যাবে । অথবা তাদেরকে অসীলা বা মাধ্যমে হিসাবে গ্রহণ করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন।
তাদেরকে অসীলা হিসাবে গ্রহন করতে যেয়ে তারা তার মাধ্যমে বা তার নামে বিপদ থেকে মুক্তি কামনা করে আল্লাহর কাছে। অনেকে সরাসরি। তাদের কাছেই নিজেদের প্রয়োজন ও অভাব পুরণের জন্য প্রার্থনা করে। বিপদ থেকে উদ্ধার কামনা করে। তারা মনে করে এ ধরণের অসীলা গ্রহণ করতে ইসলামের নিষেধ নয়।
আরও দেখুনঃ অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান pdf বই
বরং এদের অনেকে মনে করে এ ধরণের অসীলা গ্রহণ ইসলামে একটি ভাল কাজ কিন্তু আসলে অসীলা গ্রহণ কী? এর বৈধতা কতটুকু? সত্যিকার অসীলা হল, আল্লাহ তাআলার আনুগত্য ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণের মাধ্যমে সৎকর্ম করা আর নিষিদ্ধ ও হারাম কথা-কর্ম থেকে বেচেঁ থাকা।
আর নেক আমল সম্পাদন করার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা হল সতিকার অসীলা। তা ছাড়া আল্লাহর সুন্দর নামসমূহ ও গুণাবলির মাধ্যমে অসীলা গ্রহণের কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কিন্তু মৃত অলী আওলিয়াদের কবরের কাছে যাওয়া, কবর তওয়াফ করা, কবরে-মাজারে মানত করা, কবরে শায়িত ব্যক্তির উদ্দেশ্যে প্রার্থনা করা, ইত্যাদি কাজ-কর্মের মাধ্যমে অসীলা এগুলো শিরক ও কুফরী।
আরও দেখুনঃ অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি pdf বই
নিচে অলী আওলিয়াদের অসীলা গ্রহন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামি দৃষ্টিকোণ বইয়ের সাইজঃ 1.41 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ শায়খ আব্দুল আযীয বিন আঃ বিন বায রহঃ অনুবাদঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ