অলৌকিক প্রেম
অলৌকিক প্রেম pdf বই ডাউনলোড। এই উপন্যাসখানা এমন একটি লৌহিক ও অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে রচিত যা আমি পশ্চিম বাংলায় ছাত্র জীবনে মুরুব্বিদের মুখে শুনেছিলাম। এটা পাঠকবর্গের কাছে বাস্তাব ও অবাস্তব দুটোই মনে হতে পারে।
লেখকরা সাধারণত সমাজের কোনো ঘটনাকে কেন্দ্র করে উপন্যাস লিখলেও কেন্দ্রবিন্দুর নাম-ধাম সঠিক দেন না। আমিও তাই করি এবং এটাতে তার ব্যতিক্রম হয়নি।
আরও দেখুনঃ অলৌকিক কিতাব আল কুরআন pdf বই ডাউনলোড
পাঠকদের মধ্যে অনেকে ঘটনার সত্যতা যাচাই করার জন্য কথিত নাম-ধাম খোজঁ করেন এবং বিফল হয়ে আমার প্রতি নানারকম বিরূপ মন্তব্য করেন। পাঠকবর্গ যেন ভবিষ্যতে এরকম ভুল আর না করেন, এই উপন্যাসের নায়ক মানুষ হলেও নায়িকা পরী। তবে নায়িকা সত্যি সত্যি পরী কিনা এবং পরীর সঙ্গে মানুষের বিয়ে হয় কিনা, তা আমি জানি না।
এই কাহিনী লেখার আগে অনেকের কাছে প্রশ্নটা রেখেছিলাম; কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারেনি। জাকির মসজিদ পুকুর পাড়ের বড় নিমগাছে উঠে দাতঁ মাজার জন্য একটা সরু ডাল ভেঙ্গে নেমে এল। তার পর ডালটা ভেঙ্গে দাতঁনের সাইজ করে ধোয়ার জন্য ঘাটে নামল। সেখানে তিন চারজন মুরুব্বিলোক ছিলেন।
আরও দেখুনঃ অলবেঙ্গল রাবেতায়ে মাদারিসে সুন্নিয়া pdf বই ডাউনলোড
তাদের মধ্যে একজন বলেছেন, কি সাংঘাতিক ছেলেরে বাবা! বড়রা যে গাছে উঠতে সাহস পায় না, সেই গাছে কিনা এই বাচ্চা ছেলেটা কত সহজে উঠে দাতনঁ ভেঙ্গে নেমে এল? অন্য একজন বললেন, ছেলে নয় যেন পিলে। তারপর জাকিরকে ঘাট থেকে উঠে আসতে দেখে তাকে উদ্দেশ্য করে বললেন, এই ছেলে, কে তুমি? জাকির তখন নিমডালটা চিবাচ্চিল। থু করে দাতঁনের ছিলকা ফেলে বলল, আমি জাকির, গোফরান আমার দুলাভাই।
তৃতীয় জন বললেন, তাই নাকি? তোমাদের বাড়ি তা হলে এনায়েতপুর?জাকির বলল জি..। তিনি আবার বললেন, তোমার তো সাহস কম না, এত মোটা গাছে উঠলে? পা ফসকে পড়ে গেলে কি হত? জাকির বলল, পড়ব কেন? আর পড়লেই বা কি? এমন কতবার গাছ থেকে পড়ে গেছি। আমি ওসব কেয়ার করি নাহ। যখন দেখব পড়ে যাচ্চি তখন লাভ দিয়ে ডিগবাজি খেয়ে নেমে পড়ব। তার কথা শুনে উনি সঙ্গীদের বললেন, খুব ধরন্ধর ছেলে ।
আরও দেখুনঃ অলীমাহ pdf বই ডাউনলোড
নিচে অলৌকিক প্রেম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 21.4 MB প্রকাশ সালঃ ১৯৯৪ ইং বইয়ের লেখকঃ কাসেম বিন আবু বাকার অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ