অল্প বিদ্যা ভয়ংকর pdf বই ডাউনলোড। এক সময় ধনী মহাজনদের কাছ থেকে গরিব চাষীরা ঋণ নিত। তা নির্দিষ্ট সময়ে সুদসহ ফেরত দিত। এমনই একজন গরিব চাষীর গল্প। তার নামে মহাজন আদালতে নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছিল, সুদে-আসলে তা-ই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে। চাষী অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে। কিন্তু মহাজন বলছে, পাঁচশো টাকার এক পয়সাও কম হবে না, দিতে না পারলে জেলের ডালপানি খেতে হবে।
চাষীর বুঝি আর রক্ষা নেই। সে এ ব্যাপারে ভাবছিল। এমন সময় একজন উকিল এসে বললো, ঐ একশো টাকা আমাকে দিলে, তোমার বাঁচার উপায় বের করতে পারি, তখন তোমার পাঁচশো কেন, কোনো টাকাই দিতে হবে না । চাষী তার হাতে-পায়ে ধরে বললো, উকিল সাব! দয়া করে আমাকে বাঁচিয়ে দিন, আমি আপনাকে ঐ একশো টাকা দিয়ে দিব । উকিল বললো, তবে শোনো আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন তুমি কোনো কথাই বলবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জাবাব দেবে না, শুধু পাঁঠার মতো ‘ব্যা’ করবে। তা যদি করতে পার, তাহলে আমি তোমাকে খালাস করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। চাষা বললো, আপনি কর্তা, যা বলেন তাতেই আমি রাজি শুরু হলো এজলাস। হাকিম তার চেয়ারে বসা। বর্তমানে যাকে আমরা বিচারক বলে জানি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষীকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলো, তুমি সাত বছর আগে পঁচিশ টাকা ঋণ নিয়েছিলে? চাষী তার মুখের দিকে তাকিয়ে বললো, ‘ব্যা’ ।
উকিল বললো, খবরদার! বলো নিয়েছিলে কিনা ।
চাষী বললো, ‘ব্যা’ ।
উকিল বললো, হুজুর! আসামীর বেয়াদবি দেখুন ।
হাকিম রেগে বললেন, আবার যদি এমন করিস, তোকে আমিই জেলে দেব।
চাষী অনেক ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বললো, ‘ব্যা ব্যা’।
হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি?
তখন চাষীর উকিল উঠে বললো, হুজুর! সে কি আজকের পাগল, সে তো বহুকালের পাগল, সে জন্ম থেকেই পাগল । তার কি কোনো বুদ্ধি আছে, না কাণ্ডজ্ঞান আছে? সে আবার ঋণ নিবে কি! এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো! ইচ্ছা করে জেনেশুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব ছিল তাদের যদি বইটি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। এবং কিছু জানতে পারবেন। এবং জ্ঞান অর্জন করতে পারবেন। আপনিও পড়েন এবং অন্যকে পড়ার জন্য উৎসাহ করেন।
নিচে অল্প বিদ্যা ভয়ংকর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.1MB |
প্রকাশ সাল | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুনিরুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |