অল্প বয়সে বিয়ে
অল্প বয়সে বিয়ে pdf বই ডাউনলোড। আপনি যদি ৩০ পার করে বিয়ে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না। ব্যাপারটি বরং এমন হবে যে, বিয়ে করা উচিত তাই বিয়ে করেছি। এ কারণে আগেই বিয়ে করা ভালো। যখন আবেগ কাজ করে অনেক।
বেশি বয়সে বিয়ে করলে স্বামী-স্ত্রী নিজেদের জন্য সময় দিতে সময় পান না বছর ঘুরতে না ঘুরতেই সন্তান গ্রহনের প্রয়োজন ও তাগিদ চলে আসে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরবানীর বিস্তারিত মাসায়েল pdf বই ডাউনলোড
- আলোর মশাল pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আল্লাহর দিকে আহবান pdf বই ডাউনলোড
আর সন্তান হয়ে গেলে দুজনের একান্ত সময় কাটানো খুব বেশি হয়ে ওঠে না। স্বামী-স্ত্রীর মাঝে ভালো বন্ধুত্ব গড়ে ও বোঝাপড়া গড়ে ওঠেনা । কিন্তু অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে অনেকটা সময় পাওয়া যায়। এতে সম্পর্ক অনেক ভালো ও মধুর থাকে। একজন উপযুক্ত সঙ্গিনী তার সঙ্গীকে খারাপ এবং জীবনের জন্য ঝুকিঁকর কাজ করা থেকে বিরত রাখতে পারে।
পড়াশোনা বা ক্যারিয়ার এবং ক্ষতি হয়, কিন্তু আসলে কি তাই?
যেমনঃ মদ্যপান, মাদক সেবন ইত্যাদি। অনেকে ভাবেন অল্প বয়সে বিয়ে করলে পড়াশোনা বা ক্যারিয়ার এবং ক্ষতি হয়, কিন্তু আসলে কি তাই ? বরং পাশে প্রেরণা দেবার একজন মানুষ থাকলেই পড়াশোনা বা ক্যারিয়ার এর জন্য ভালো হয়। প্রেরণা, ভালোবাসা, দায়িত্ব সব মিলিয়ে বিভিন্ন বাধা বিপত্তি সামলে -জীবন সফলতার দিকে অগ্রসর হতে সহায়ক হয়।
অল্প বয়সে বিয়ে করলে জীবনের সবকিছু ভাগ করে নেয়া যায়। ফলে মানসিক চাপটাও কম পড়ে। এছাড়া আপনি যখন কারো সান্নিধ্যে থাকবেন তখন বেচে থাকার একটা কারণ খুজে পাবেন। এক্ষেত্রে জীবন সঙ্গী আপনার ও জীবনের প্রতিষ্ঠা পাবার বিরাট অনুপেরনা ও অবলম্বন হয়ে দাড়াঁয়।
ত্রিশ-এর আগে বিয়েতে কিছু স্বাস্থ্যগত সুফলও আছে, জীবনসঙ্গী মানুষকে আবেগ অনুভুতি বাড়িয়ে দেয়, সামাজিকভাবে একত্রে রাখে, মানসিকভাবে সমর্থন দেয়, যার সব কিছুই সুস্থ স্বাভাবিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন। ভালোবাসা হৃদযন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যারা বিবাহিত অথবা কোন সম্পর্কে মাঝে আছে তাদের হার্ট-অ্যাটাক হওয়ার সম্ভবনা নিঃ সঙ্গ মানুষের চেয়ে কম।
নিচে অল্প বয়সে বিয়ে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বইয়ের সাইজঃ 16.6 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ