অশ্রুভেজা কাহিনী pdf বই ডাউনলোড। মুসলমান সিংহের জাতি। প্রতিটি মুসলমানের ঈমান হবে ইস্পাত কঠিন । অনড়। অবিচল। জীবনের চরম সংকটময় পরিস্থিতিতেও সে যেমন মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা করবে, ঠিক তেমনি বলিষ্ঠ কণ্ঠে স্বীকৃতি দিবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রিসালতের। কোনো রক্ত চক্ষুর আস্ফালন কিংবা মৃত্যুভয় তাকে স্বীয় অবস্থান থেকে এতটুকু নড়াতে সক্ষম হবে না ।
আমাদের পূর্বসূরি ইমামগণ বিশেষ করে হযরত সাহাবায়ে- কেরামের জীবনে এ জাতীয় ঘটনার হাজারো নজির খুঁজে পাওয়া যায়। যা সত্যি বিস্ময়কর, মর্মস্পর্শী ও হৃদয়বিদারক। সোনালী যুগের স্বর্ণ মানবদের সেইসব ঈমানদীপ্ত ঘটনা থেকে ছোট একটি ঘটনা এবার পাঠক ভাই-বোনদের উদ্দেশ্যে নিবেদন করছি। হিজরী নবম বর্ষ। চারদিকে ইসলামের জয়জয়কার।
আরও ইসলামিক বই দেখুনঃ
ইসলামের হেলালী নিশান পতপত করে উড়ছে আরবের বিভিন্ন অঞ্চলে। দলে দলে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে এসে ইসলাম কবুল করছে। তাঁর হাতে হাত দিয়ে বাইআত হচ্ছে। পাপ-পঙ্কিলময় জীবন থেকে বেরিয়ে এসে আশ্রয় নিচ্ছে ইসলামের সুশীতল ছায়ায় ৷ এমনিভাবে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত ।
ঠিক এমনি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়সাল্লাম -এর দরবারে দু’জন লোক উপস্থিত হলো। এরা দূত। এদের হাতে মুসাইলামার পক্ষ থেকে প্রেরিত একখানা চিঠি। সুদূর নজদ এলাকা থেকে আগমন করেছে এরা।
মুসাইলামা একজন ভণ্ড নবী। নবুয়তের দাবিদার। বিভিন্ন কায়েদা-কৌশলে সে বেশ কিছু ভক্ত-অনুরক্ত সৃষ্টি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে আগমনকারী দূত দু’জন সে সব ভক্তবৃন্দেরই অন্তর্ভুক্ত।
এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশে চিঠিখানা হাতে নিয়ে পড়তে লাগলেন-
“আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদের নিকট। পর সংবাদ, হে নবী! আপনার সাথে নবুয়তের কাজে আমাকেও শরিক করা হয়েছে। সুতরাং জমিনের অর্ধেক আমার আর অর্ধেক কুরাইশদের। তবে কুরাইশরা সীমালংঘনকারী ও বর্বর সম্প্রদায়।”
চিঠির প্রথম বাক্যটি শ্রবণ মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মোবারক চেহারায় একটি গভীর বেদনার কালো ছায়া মুহূর্তে ছড়িয়ে পড়ল। চোখে মুখে তাঁর উদ্বিগ্নতা। ললাটে গভীর চিন্তা রেখা। তিনি ভাবছেন, আর কত যুদ্ধ করবেন তিনি! আর কত লড়াই করবেন? তিনি তো রহমতের নবী । শান্তির দূত ৷ রক্তপাত তাঁর কাজ নয় ৷
নিচে অশ্রুভেজা কাহিনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.36 MB |
প্রকাশ সাল | ২০০৪ |
বইয়ের লেখকঃ | মাওলানা মুফীজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |