অসিয়ত ও নসিহত pdf বই ডাউনলোড। মুর্শিদ কেবলা পুত্র ও মুরীদগণের প্রতি যে বিভিন্ন প্রকার অসিয়ত ও নসিহত করিয়াছেন, তাহা নিম্নে প্রদত্ত হইল :-
১। সর্ব প্রথম সুন্নাতুল জামাআত অনুযায়ী আকায়েদ ও যরুরত আন্দাজ দ্বীনের এলম অর্জন
মতামত ঠিক করিবেন। করিবেন।
২। কোরআন, হাদিস, এজমা ও কিয়াস অনুযায়ী যাহা মুজতাহেদ ও ফেকাহ, তত্ত্ববিদগণ লিখিয়া গিয়াছেন—সেইমত আমল করিবেন ।
৩। আমি হানিফী, আমার মুরীদ ও খলিফাগণ হানিফী মজহাব অনুযায়ী দৃঢ়ভাবে কায়েম থাকিবেন।
৪। আমি চারি তরিকা যথা — কাদরীয়া, চিস্তীয়া, নক্শবন্দীয়া ও মুজাদ্দেদীয়া অনুযায়ী শিক্ষা দিয়া থাকি । আমার মুরীদ মুতাকেদগণ উহা শিক্ষা করিবেন। উক্ত তরিকাগুলিকে বাতেনী এমের পাঠ্যতালিকার ন্যায় মনে করিবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
৫। যেমন জাহেরী এম্ শিক্ষা করা ফরয, তদ্রূপ বাতেনী এলম্ শিক্ষা করাও ফরয জানিবেন ।
৬। ফরয, ওয়াজেব ও সুন্নাতে মুয়াকেদা এবাদতগুলি নিয়মিত ভাবে পালন করিবেন। নামাযের জামায়াত ত্যাগ করিবেন না । এগুলি আমল করিবার পর নফল এবাদতগুলি আমল করিলে অতি উত্তম হইবে ।
৭। স্ত্রীলোকদিগকে পর্দা-পুশিদায় রাখিবেন। পর্দা করা ফরয। তবে প্রয়োজনবোধে যথা :- ডাক্তার দেখাইতে বা ঘনিষ্ঠ- আত্মীয়-স্বজনের বাড়ীতে যাইতে হইলে বোরখা বা চাদর পরিধান করিয়া যাইতে পারিবেন। সঙ্গতি থাকিলে রিজার্ভ মোটর বা রিক্সাতে যাইতে পারেন। মেয়েদের শিক্ষার জন্য যদি পর্দা-বিশিষ্ট মহিলা স্কুল বা মাদ্রাসা থাকে তথায় শিক্ষা দিবেন।
তবে পথে যাইবার সময় চাদর বা বোরখা ব্যবহার করিতে হইবে। দূরদেশে ওয়াজের মহফেলে বা ইসালে সওয়াবের নহফেলে বাস-লরীতে বেগানা লোকের মধ্যে ঠেলাঠেলি করিয়া ( স্ত্রীলোকদিগের ) যাতায়াত করা নাজায়েয। ইহা প্রয়োজনীয় কার্যের মধ্যে গণ্য নহে । বরং খুবই বে-ইজ্জতি ও জঘন্য কার্য। নিজেদের ইজ্জত নিজেরা রক্ষা করুন।
৮। গান-বাজনা শুনিবেন না। সিনেমা-টকী-যাত্রা ইত্যাদিতে যোগ দিবেন না। উহা হারাম কার্য ।
৯।কবর সাজদাহ ও কবর চুম্বন করিবেন না। তথায় হাজত মান্নত দিবেন না।
১০। খাদ্য খাওয়ার সময় খুবই সতর্ক থাকিবেন, হারাম বস্তু অন্তরকে কলুষিত করে। হারাম ও মকরুহ তাহরিমী কার্য হইতে সতর্ক থাকিবেন।
নিচে অসিয়ত ও নসিহত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদীস বই |
বইয়ের সাইজঃ | 7.75 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | হযরত মাওঃ মুঃ আবুজাফর সিদ্দিকী |
বইয়ের অনুবাদকঃ |