অহীভিত্তিক তাওহীদী চেতনা
অহীভিত্তিক তাওহীদী চেতনা pdf বই ডাউনলোড। মানুষ সৃষ্টির সেরা। অনেক ক্ষমতার দাপট তার। অন্যান্য প্রাণীসহ নিজ জাতির দুর্বল অংশের উপরও সে খবরদারী করে। গোটা পৃথিবী যেন তার হাতের মুঠোয়। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে পৃথিবীতে সে এখন সুখের স্বর্গরাজ্য গড়ে তুলেছে।
অপরদিকে পৃথিবীকে ধ্বংস করার জন্য তৈরী করেছে পারমাণবিক বোমা সহ অনেক শক্তিশালী মারণাস্ত্র। সুতরাং সৃষ্টি,ধ্বংস, উৎকর্ষ,বিকাশ, প্রাযুর্য,ঐশ্বর্য এখন তার হাতের নাগালে।
আরও দেখুনঃ অহংকার একটি মারাত্মক গুনাহ pdf বই ডাউনলোড
লক্ষ্যণীয় যে, এই শক্তিধর মানুষ নিজের ইচ্ছা ও ক্ষমতায় দুনিয়াতে আসেনি এবং চাইলেও সে এখানে চিরকাল থাকতে পারবে না। পিতা-মাতার মিলনের প্রবল ইচ্ছা ও সক্ষমতা, সন্তান মায়ের জরায়ুতে সুরক্ষিত অবস্থায় বেড়ে ওঠা, শৈশবের অসহায়ত্ব, কৈশোরের দুরন্তপনা, যৌবনের প্রবল শক্তিমত্তা, বার্ধক্যের জীর্নতা ও অবশেষে মুহুর্তেই বিদায় গ্রহণ।
কোনটিই তার নিজস্ব এখতিয়ারভুক্ত নয়। কে তাহলে এর নেপথ্যের মহাশক্তি?কী তার পরিচয় ও উদ্দেশ্য? তিনি আসলে কী পরিমাণ ক্ষমতার অধিকারী? এ মহাবিশ্বের সৃষ্টি,ধ্বংস, নিয়ন্ত্রণ ও পরিচালনায় তিনি একক ক্ষমতার সম্পন্ন, নাকি তারঁ সহায়ক আরও অনেক শক্তির প্রয়োজন আছে? এসব প্রশ্নের উত্তর খুজেঁ বের করার দায়িত্ব প্রতিটি বিবেকবান মানুষের মহান আল্লাহ বলেন ।
আরও দেখুনঃ অশ্লীলতার পরিনাম ঘাতক প্রাদুভার্ব pdf বই ডাউনলোড
তার ব্যাপারে শুধু এই যে, তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তিনি একে বলেন, হও তখনই তা হয়ে যায়। আখিরাতের ধারণাঃ মানুষের মৃত্যুর পর পুনরুত্থান ঘটবে কি-না এ প্রশ্নের সাথে স্রষ্টার অস্তিত্বের সম্পর্কে জড়িত। যুক্তি ও বিবেক সাক্ষ্য দেয় যে, কর্মের উপযুক্ত প্রতিদান থাকা উচিত।
বৈজ্ঞানিক নিউটন বলেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পবিত্র কুরআন মাজীদে এরশাদ হয়েছে, আজকের দিনে কারো প্রতি যুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। সুতরাং কর্মের যথাযথ প্রতিদান প্রাপ্তি ধর্ম, যুক্তি ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত।
আরও দেখুনঃ অহংকার বর্জন বিনয় অর্জন pdf বই ডাউনলোড
নিচে অহীভিত্তিক তাওহীদী চেতনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.23 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ