অ্যাম্বাসেডর pdf বই ডাউনলোড। আব্দুস সালাম জাইফের জন্ম আফগানিস্তানের কান্দাহারে, ১৯৬৭ সালের পয়লা জানুয়ারি। ১৯৭৯ সালের ডিসেম্বরে ৮৫ হাজার সৈন্য নিয়ে করা রুশ আক্রমণের ফলে তিনি বাধ্য হন পাকিস্তানে পালিয়ে যেতে। ১৯৮৩ সালে তরুণ আবদুস সালাম সোভিয়েত বিরোধী দলের সাথে যুক্ত হন। ১৯৮৪ সালে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য কোয়েটায় গমন করেন। ষোল বছর বছয়ে পাকিস্তানের ISI-এর কাছে অস্ত্র চালনার কৌশল শিখে নেন। এবং কান্দাহার ফিরে আসেন মুজাহিদ বাহীনীর সাথে যোগ দেওয়ার জন্য।
১৯৮৪ সালে ১৯৮৯ এর সময় টা ছিল এই মুজাহিদের জন্য কিছুটা কঠিন। এক লড়াইয়ে আহত হয়ে তিনি পাকিস্তান আসেন চিকিৎসা নিতে। চিকিৎসা শেষে কান্দাহার ফিলে গিয়ে আবারও যুদ্ধে যোগ দেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আফগানিস্তানের ইতিহাস ঐতিহ্য pdf বই ডাউনলোড
- সময় কখনো ফিরে আসে না pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৮ম খন্ড pdf বই ডাউনলোড
- ফিরে আসার গল্প pdf বই ডাউনলোড
- হে যুবক ফিরে এসো রবের দিকে pdf বই ডাউনলোড
খুসাব অঞ্চলে রাশিয়ানদের বিরুদ্ধে শেষ সমরে ছিল তারঁ সক্রিয় অংশগ্রহণ। যুদ্ধ শেষৈ আবদুস সালাম কান্দাহারে নিজ বাড়ি ফিরে আসেন। কিন্তু গৃহযুদ্ধ এবং ভয়াবহ ভুমিকম্পের ফলে ১৯৯১ সালে তিনি আবারও পাকিস্তান চলে যেতে বাধ্য হন। ১৯৯২ সালে কান্দাহারের এক সমজিদে ইমামের দায়িত্ব নিয়ে আবারও ফিরে আসেন।
রাশিয়ানদের বিদায়ের পর যুদ্ধকালীন নেতৃত্ববৃন্দের দলাদলি আর বিশৃঙ্খলার জের ধরে তিনি অংশ নিতে শুরু করেন বিভিন্ন বির্তকে। আর এর হাত ধরেই জন্ম নেয় তালিবান, ফিরে আসে শান্তি-শৃঙ্খলা। ১৯৯৬ সালে তালিবান কান্দাহারের দখল নিয়ে নেয়। আবদুস সালাম তালিবান সরকারের বিচার বিভাগে কাজ করতে শুরু করেন।
সাতাশ বছর বয়সে তাঁকে হেরাতের ব্যাঙ্কসমূহের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই মোল্লা মোহাম্মদ ওমর তাকে কাবুলের প্রতিরক্ষা বিভাগের প্রশাসনিক পরিচালক হিসেবে ঢেলে পাঠালে তিনি সেই দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ের মধ্যেই তালিবান হেরাত, কাবুল এবং মাজার-ই শরীফের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
১৯৯৭ থেকে ১৯৯৯-এর মধ্যে খনিজ ও শিল্প মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মতো বিভিন্ন জটিল পড়ে তাকে বসানোর ব্যাপারে তার ওপর রাখা আস্থার প্রতিদান সুচারুরূপে দিয়েছেন তরুণ এই নেতা। ১৯৯৯ সালের এক সামরিক অভ্যুত্থান পারভেজ মোশাররফকে পাকিস্তানের ক্ষমতায় বসায়। তখন আবদুস সালাম ইসলামাবাদে আসেন তালিবান সরকার কতৃক রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়ে। ২০০১ এর ৯/১১ ঘটনার পর আবদুস সালামকে বন্দী করে পাঠানো হয় গুয়ান্তানামো বে কারাগারে। বইটি যদি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে অ্যাম্বাসেডর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | প্রজন্ম পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 27.3 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | আবদুস সালাম জাইফ |
অনুবাদঃ | আব্দুল্লাহ মাহমুদ |