আঁধার রাতের বন্দিনী pdf বই ডাউনলোড। পত্রটি পাঠিয়েছিলাম তা আমারই লেখা। আমি বিশেষ সুত্রে জানতে পারি, আপনার হোটেলে অসামাজিক কার্যকালাপ হয়। মদ,বিয়ার আর নারীর জমজমাট ব্যবসা চলে । তাই আপনাকে নারী দিয়ে ব্যবসা করতে নিষেধ করেছিলাম । তারপ্রতি কর্ণপাত না করায় মুজাহিদরা সে সব দেহব্যবসায়ী নর্তকীদের হত্যা করতে বাধ্য হয়েছে ।
: জামিলিনা আপা, এই তো হত্যাকান্ডের প্রধান আসমীর খোঁজ পেয়ে গেছি । এখন যদি—
: প্রশাসন তো সব কাজ শেষ করে ফেলেনি । এখনো এক হাত আর দুপা অবশিষ্ট রয়েছে। যেটা পছন্দ হয় সেটার উপরই প্রতিশোধ নিতে পারেন । বলুন ডালি আপা কোনটি নেবেন ?
ঃ আমি নিলে শুধু হাত-পা নেব না। সবটুকু নিয়ে যাব, অর্থাৎ পুরো বডিটাই ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
ঃ এ ভাঙ্গা চোরা মাল নিয়ে কি করবেন আপা?
: ঘরে বসিয়ে খাওয়াব আর দ্বীনের কথা-বার্তা শুনব ও শিখব । : না আপা, এত সব চিন্তা করবেন না। আপনারা ইসলাম কবুল করেছেন, সত্যের সন্ধান পেয়েছেন, শান্তির সমীরণ গায়ে লাগছে । এটা যদি আপনাদের সরকার জানতে পারে এবং আমার সাথে দেখা সাক্ষাত করেন এর খবর যদি পায়, তাহলে আপনার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করবে আর আপনাকেও পৌছিয়ে দিবে আলমে বরযখে অথবা আমার সাথে ।
আপনার চিন্তা-ফিকির যদি যথাযথভাবে কাজে লাগাতে চান, তাহলে আপনার চিন্তা-ফিকির যদি যথাযথভাবে কাজে লাগাতে চান, তাহলে অপেক্ষা করতে হবে আমার মুক্তি পর্যন্ত । আল্লাহ যদি আমাকে কোন দিন মুক্তি দান করেন, তাহলে আপনার স্বপ্ন বাস্তব হয়ে দেখা দিবে। যদি মুক্তি লাভ করি, তাহলে আমার প্রতিনিধি আপনাদের সাথে সাক্ষাত করবে। আমাকে পেতে বিলম্ব হবে। আর এখন থেকে আপনারা আমার এখানে যাতায়াত খুব কম করবেন, যেন কেউ কোন সন্দেহ করতে না পারে । আমার কথা শুনে উভয়ে খুব খুশি হয়ে চলে গেল ।
মাওলান আঃ সাত্তার বলখী সমস্ত মুজাহিদদের নিয়ে এক পরামর্শ সভায় বসলেন। আলোচনার বিষয় ছিল নতুন হামলা, স্থান পরিবর্তন ও হেলিকপ্টার ব্যবহার প্রসংগে। তিনি নিজ নিজ অভিমত ব্যক্ত করতে নির্দেশ দিলেন ।
কমান্ডার আলায়েভ বললেন, “আমি মারবানিয়া, মারদারিয়া, মারবেনিয়া ও মাদাসিকো পর্বতমালা পরিভ্রমণ করেছি। এর মধ্যে এর চেয়ে উপযুক্ত স্থান আমার নজরে পড়েনি । আর একটি বড় সমস্যা হল বন মানুষ এবং জিনদের উপদ্রব । জিনদের নিকট আমি ওয়াদা করে এসেছি সেদিকে আমরা আর যাব না। আর আমিও চাই না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক ।
নিচে আঁধার রাতের বন্দিনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | নাঈমা প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 55 MB |
প্রকাশ সাল | ২০০৭ সাল |
বইয়ের লেখকঃ | আমিরুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |