আইয়ামে বীয
আইয়ামে বীয pdf বই ডাউনলোড। হাদিস ১। আবূ হূরায়রা রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসুর সাঃ আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতিমাসে তিন তিন করে সাওম পালন করা এবং দুরাকআত সালাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা। [বুখারী শরীফ (ইফা):: হাদিস ১৮৫৭]।
হাদিস ২। রাসূর সাঃ বলেছেন: কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো। এর সমর্থনে আল্লাহ তাআলা তারঁ কিতাবে আয়াত নাযিল করলেন: অর্থাৎ কেউ যদি একটি নেক কাজ করে তবে তার প্রতিদান হলো এর দশগুন। সুতরাং এক দিন দশ দিনের সমান। [তিরমিযী শরিফ (ইফা)::হাদিস ৭৬০]।
আরও দেখুনঃ ফ্রিম্যাসনারি বিশ্বের প্রাচীনতম গুপ্তগোষ্ঠী pdf বই ডাউনলোড
হাদিস ৩। আবূ যার রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ তাকে বলেছিলেন, যে আবূ যার ! প্রতি মাসে যদি তিন দিন সিয়াম পালন করতে চাও তবে তের, চৌদ্দ ও পনের তারিখের সিয়াম পালন করো। [তিরমিযী শরিফ (ইফ):: হাদিস৭৫৯]।
হাদিস ৪। ইবন মিলহান আল-কায়সী তারঁ পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃ আমাদেরকে ইয়াওমিল বীয অর্থাৎ চন্দ্র মাসের তেরো,চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। তিনি ইবন মালহান বলেন, তিনি বলেছেন: এ রোযাগুলো মর্যদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য। [আবু দাউদ শরিফ (ইফা):: হাদিস ২৪৪১] ।
আরও দেখুনঃ আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ pdf বই ডাউনলোড
হাদিস ৫। হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন, সবরের মাসের রমযান মাস রোযা এবং প্রতি মাসের তিন দিনের (আইয়্যামে বীয) রোযা অন্তরের হিংসা-বিদ্বেষ দুর করে দেয়। মুসনাদে বাযযার ১০৫৭; মুসনাদে আহমদ ২৩০৭০; সহীহ ইবনে হিববান ৬৫২৩।
হাদিস ৬। হযরত হাফসা রাঃ বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোযা, যিলহজ্বের প্রথম দশকের রোযা এবং প্রতি মাসের তিন রোযা কখনো ছাড়তেন না। [মুসনাদে আহমদ ২৫৯২০]।আইয়ামে বীজ আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাটিঁ নির্ভেজাল।
আরও দেখুনঃ ঈমানের ৭৭ টি শাখা pdf বই ডাউনলোড
নিচে আইয়ামে বীয pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.47 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ